আমি নির্বাচিত! রাজ্যপালকে পত্রাঘাত মুখ্যন্ত্রীর, তথ্যগত ভুল, পাল্টা রাজ্যপাল

আমি নির্বাচিত! রাজ্যপালকে পত্রাঘাত মুখ্যন্ত্রীর, তথ্যগত ভুল, পাল্টা রাজ্যপাল

 

কলকাতা: করোনা আবহে আরও বাড়ল রাজ্য রাজভবন সংঘাত৷ এবার রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠি পাঠিয়ে কার্যত পত্রাঘাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৫ পাতার চিঠি পাঠিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ চিঠি দুর্বল, তথ্যগত ভুলে ভরা, পাল্টা দিয়েছেন জানিয়েছেন রাজ্যপাল৷

রাজ্যপালকে পাঁচ পাতার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপনাকে নিজেই বিচার করে নেওয়া উচিত, আপনি আমাকে সরাসরি আক্রমণ করছে না, আমার মন্ত্রী, অফিসারদের আক্রমণ করছেন৷ আপনার বলার ভঙ্গি, শব্দ চয়ণ অসাংবিধানিক বলে মনে হচ্ছে৷ আপনি হয়তো ভুলে গেছেন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী৷ আপনি মনোনীত, যে রাজ্যে আপনি রাজ্যপাল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন৷ আমার মন্ত্রিসভায় ও প্রশাসনিক কাজে আপনি কেন হস্তক্ষেপ করছেন? সাংবিধানিক প্রধানদের সৌজন্যবোধ রাখা উচিত৷ আপনি ভুলে গেছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী৷ আপনি মনোনীত৷ সাংবিধানিক প্রধানদের ভেতর সৌজন্যতা বজায় রাখা হচ্ছে না৷ বাধ্য হয়ে এই চিঠি জনসমক্ষে আনতে হল৷ আমার মন্তব্য আপনার আমার অফিসকে অপমান করছে৷ পাঁচ পাতার চিঠিতে প্রতিটি লাইনে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তাঁর সাংবিধানিক ক্ষমতা মনে করিয়ে দেন৷ একই সঙ্গে ১৯৪৯ সালের ৩১ মে বাবাসাহেব অম্বেডকর সংবিধান সভায় মন্তব রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে ঠিক কী বলেছিলেন, তাও চিঠিতে উল্লখ করেন মুখ্যমন্ত্রী৷