‘বেহাল’ বাংলার করোনা চিকিৎসা ব্যবস্থা! মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় দলের

‘বেহাল’ বাংলার করোনা চিকিৎসা ব্যবস্থা! মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় দলের

7610e96f24c29474b2b07a86d88dc9af

কলকাতা: ফের রাজ্য-কেন্দ্র সংঘাত আরও তীব্র হচ্ছে৷ করোনা আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে মুখ্যসচিবকে চিঠি পাঠাল কেন্দ্রের পর্যবেক্ষক দল! সেখানে ডেথ সার্টিফিকেট কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন৷ কেন এত কম পরীক্ষা করা হচ্ছে? চিঠি পাঠিয়ে কেন্দ্র পর্যবেক্ষক দল এমনি জানতে চেয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর৷ মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে কলকাতায় আশা কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক দলের প্রধান তথ্য প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র৷ কেন্দ্রের পর্যবেক্ষণ দু’টি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের পরিকাঠামো নিয়ে তুলেছে প্রশ্ন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷ আজ হাওড়া-সহ শহর কলকাতার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন পর্যবেক্ষক দল৷

রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্রের চিঠি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় বঙ্গ রাজনীতি৷ চিঠিতে রাজারহাটের সিএনসি আইয়ের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের তরফে৷ করোনা পরীক্ষা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন তোলা হয়েছে৷ ডেথ সার্টিফিকেট গ্রহণযোগ্যতা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে৷

রাজ্যে অন্য মৃত্যুর ক্ষেত্রেও কি অডিট কমিটি করা হয়? করোনা সন্দেহে সিএনসিআইয়ে ভর্তি থাকলেও দীর্ঘদিন ধরে মিলছে না পরীক্ষার রিপোর্ট৷ ১৬ এপ্রিল ভর্তি হওয়ার পর এখনও পর্যন্ত বহু রোগী রিপোর্ট পাননি বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের তরফে৷ ১৬ এপ্রিল ভর্তি হলেও ৪জন রোগী এখনও তাঁদের রিপোর্ট পাননি৷ দু’জনের অবস্থা আশঙ্কাজনক হলেও মিলছে না মেডিকেল সাপোর্ট৷ রোগী স্থানান্তরে নেওয়া হচ্ছে না যথাযোগ্য ব্যবস্থা৷