রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮, অন্য কারণে ৩৯: মুখ্যসচিব

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮, অন্য কারণে ৩৯: মুখ্যসচিব

কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা৷ বাড়ল মৃতের সংখ্যা৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে করোনা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷
মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আর সেই কারণে রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জন৷ নতুন করে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন৷

আজ মুখ্যসচিব জানান, করোনা ডেথ অডিট কমিটি অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হয়েছে৷ বাকি ৩৯ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে৷ জানিয়ে দিয়েছে ডেথ অডিট কমিটি৷ আরও নতুন করে সেন্টার তৈরি করার চেষ্টা করা হচ্ছে৷ ৩ হাজার ৫৫৬ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে লকডাউন বিধি ভঙ্গের অভিযোগে৷ ৩ হাজার ৭৪৯ এফআইআর দায়ের করা হয়েছে বিধি ভঙ্গ করার দায়ে৷

মুখ্যসচিব সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ৮ হাজার ৯৩৩ পরীক্ষা করা হয়েছে৷ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে নতুন করে করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে৷ করোনার জেরে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান, মেডিক্যাল কলেজ রোগী প্রত্যাখ্যান করতে পারবে না৷ অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =

গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত বাংলায়! তথ্য দিলেন মুখ্যসচিব

গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত বাংলায়! তথ্য দিলেন মুখ্যসচিব

কলকাতা: একটু কষ্ট করুন৷ লকডাউন বিধি মেনে চলুন৷ আপনারা সচেতন না হলে পুলিশ প্রশাসন আর কত করবে? নবান্ন থেকে করোনা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে জনতার কাছে এবার আর্জি জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷

করোনা রুখতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিস্তারিত তথ্য পরিসংখ্যান তুলে ধরেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ জানান, রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২৪৫ জন৷ চিকিৎসার পর সুস্থ হয়ে গিয়েছেন ৭৩জন৷ গত ২৪ ঘণ্টায় ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৪৬৯ জনের৷ মালদহে শুরু হয়েছে পরীক্ষা৷ কাল ৫৯টি পরীক্ষা হয়েছিল, সবকটি নেগেটিভ হয়েছে৷ তবে, এর আগে কখনও এক সঙ্গে ৪৫ জনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে, সেটা নজিরবিহীন বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

জানিয়েছেন, করোনা কম সংক্রমিত এলাকায় হবে ব়্যাপিড টেস্ট৷ কলকাতা হাওড়া এলাকায় ব়্যাপিড টেস্ট করা হবে৷ কাল থেকে শুরু হবে পরীক্ষা৷ অন্যদিকে, মিষ্টি ও ফুল বিক্রেতারা ১২’টার পর দোকান বন্ধ করে দেবেন৷ করোনা পরিস্থিতিতে বাড়িতেই থাকুন৷ নিজে সচেতন থাকুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =