লকডাউন চললেও বাড়িতে পৌঁছে সবকিছুই! হোম ডেলিভারির নয়া ছাড় রাজ্যের

লকডাউন চললেও বাড়িতে পৌঁছে সবকিছুই! হোম ডেলিভারির নয়া ছাড় রাজ্যের

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে দ্বিতীয় দফার বর্ধিত লকডাউন৷ দীর্ঘ লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি৷ লকডাউনের শেষ পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছেন কেন্দ্র৷ শর্ত সাপেক্ষে বেশকিছু দোকানপাট খোলা থাকলেও কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই অনলাইনে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ছাড়া অন্য কিছু ডেলিভারি দেওয়া যাবে না৷ আর তার জেরেই বিপাকে পড়েছিলেন দেশজুড়ে কয়েক কোটি জনতা৷ এবার বাংলার মানুষের সেই সমস্যার কথা ভেবে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি অত্যাবশ্যকীয় নয় এমন সামগ্রীও এবার থেকে হোম ডেলিভারির অনুমতি দেবে রাজ্য সরকার৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে গৃহবন্দি মানুষ৷ একটা ইলেকট্রনিক পণ্যের প্রয়োজন হলেও তাঁরা তা পাচ্ছেন না৷ আমরা আজ থেকে অত্যাবশ্যকীয় নয়, এমন সামগ্রীও হোম ডেলিভারি দেওয়ার অনুমতি দিলাম৷ অনলাইন বা টেলিফোনের মাধ্যমে বাড়িতে বসেই মানুষ সব পেয়ে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =