আক্রান্ত নার্স ও স্বাস্থ্যকর্মী, কলকাতায় বন্ধ আরও একটি হাসপাতাল

আক্রান্ত নার্স ও স্বাস্থ্যকর্মী, কলকাতায় বন্ধ আরও একটি হাসপাতাল

কলকাতা: করোনা সংক্রমণের জেরে কলকাতায় ফের একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হল বলে জানা গিয়েছে৷ চিৎপুরের মাকওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের একজন নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে খবর৷ এরপরেই চিৎপুরের ওই হাসপাতালটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিৎপুরে ওই হাসপাতালের এক জন নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়৷ এরপরেই ওই দুই জনের লালারস পরীক্ষা করা হয়৷ রিপোর্ট পজেটিভ আসে৷ রিপোর্ট পজেটিভ আসার পরেই ওই দুই জনকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করা হয়েছে৷ অন্য দিকে হাসপাতালের প্রায় ১৫ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী  দুই আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন৷ সকলেই হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন৷ হাসপাতালে আগে থেকেই চার-পাঁচ জন রোগী ভর্তি হয়েছেন৷ নতুন করে হাসপাতালে কোনও রোগী ভর্তি করা হচ্ছে না বলে জানানো হয়েছে৷

এর আগে ভিআইপি রোডের ওপর চার্নক হাসপাতাল সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে৷ মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়৷ তারপরেও মেদিনীপুরের বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *