বাড়ানো হোক মজুরি, ১০০ দিনের কাজের দাবিতে সোচ্চার শ্রমজীবী পরিবার

বাড়ানো হোক মজুরি, ১০০ দিনের কাজের দাবিতে সোচ্চার শ্রমজীবী পরিবার

চুঁচুড়া: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের জেরে ভয়াবহ সমস্যার সম্মুখীন দেশের গ্রামীণ শ্রমজীবীরা। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে দিনের পর দিন বেড়েই চলেছে লকডাউনের সময়সীমা। তাই লকডাউনের দ্বিতীয় পর্বের শুরুতেই গ্রামীণ শ্রমজীবীদের সুবিধার্থে ইতিমধ্যেই ১০০ দিনের কাজ শুরু করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ গত ২১ এপ্রিল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক ব্লকের শুরু হয়েছে ১০০ দিনের প্রকল্পের কাজ৷ কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের কাজ শুরু হয়নি হুগলি জেলায়৷ এই অবস্থায় নিরুপায় হয়েই সরকারের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে চাইছেন ওই জেলার গ্রামীন শ্রমজীবী পরিবারগুলি৷ জেলার ধনেখালি, পান্ডুয়া, বলাগর সহ একাধিক ব্লকের বিভিন্ন গ্রামের কৃষক ও মজদুরদের সহায়তা এগিয়ে এসেছে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতি এবং সারাবাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ।
 

তাঁদের মূল দাবিগুলি হল-
১) লকডাউনের নিয়মবিধি মেনে ১০০ দিনের কাজ  অবিলম্বে শুরু করতে হবে।
২)১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে।
৩) কৃষিজমিতে মাটি কাটার কাজ, করোনা মোকাবিলার সঙ্গে যুক্ত কোনো কাজ যেমন – সাফাই কর্মী, ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ প্রভৃতিকে একশো দিনের কাজের আওতায় আনতে হবে।
৩) একশো দিনের কাজে দিন প্রতি ৫০০ টাকা মজুরি দিতে হবে।
৪) চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরাসরি ফসল কিনতে হবে সরকারকে।
৫) যেহেতু লকডাউন চলছে তাই গ্রামে গ্রামে ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে এই ফসল সংগ্রহ করতে হবে সরকারকে।
৬) দিনমজুরদের ক্ষেত্রে যাদের জব কার্ড নেই তাদের সেই কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৭) কৃষক ও দিন মজুরদের প্রতি মাসে প্রত্যেক পরিবার পিছু ৫০ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করতে হবে।
৮) রেশনে খাদ্যশস্যর পাশাপাশি তেল,ডাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =