বাড়িতে বসে টেলিফোনে মিলবে করোনা চিকিৎসা! পরিকাঠামোর অপ্রতুলতা! স্বীকার রাজ্যের

বাড়িতে বসে টেলিফোনে মিলবে করোনা চিকিৎসা! পরিকাঠামোর অপ্রতুলতা! স্বীকার রাজ্যের

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো যে জনসংখ্যার অনুপাতে নগন্য তা কারো অজানা নয়! এবার কার্যত রাজ্যের করোনা মোকাবিলার পরিকাঠামোর অপ্রতুলতার কথা কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! একই সঙ্গে বেশি মানুষ করোনা আক্রান্ত হলে বাড়িতে থেকেই তার চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনে টেলি মেডিসিনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, ‘সরকারের পক্ষে তো সবাইকে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব নয়। কেউ বাড়িতে থেকে চিকিৎসা করতে চাইলে করতে পারে৷ হোম কোয়ারেন্টাইনটা সবচেয়ে ভাল৷ লক্ষ লক্ষ মানুষকে কোয়ারেন্টাইন করা যায় না৷ সরকারেরও সীমাবদ্ধতা আছে৷’ তাঁর আরো সংযোজন, ‘যার থাকার জায়গা আছে, ঘর আছে, তার করোনা হলে তিনি নিজের বাড়িতেই আইসোলেটেড থাকতে পারেন৷ ঘরে থাকলে নিজের মতো ভাল থাকতে পারবেন৷ সারা পৃথিবীতে এমনটাই চলছে। জায়গা না থাকলে, একটা ঘরে ১০ জন থাকলে, তাদের জন্য সরকার ব্যবস্থা করবে। সবার জন্য করতে পারে না সরকার৷ বাড়িতে থাকলে কী কী মেনে চলা দরকার, তার একটা গাইডলাই দিয়ে দেবে সরকার৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =