লাফিয়ে বাড়ল সংখ্যা! বাংলায় মোট করোনা আক্রান্তের তথ্য দিলেন মুখ্যসচিব

লাফিয়ে বাড়ল সংখ্যা! বাংলায় মোট করোনা আক্রান্তের তথ্য দিলেন মুখ্যসচিব

3b9cab680e165c410ececd7275cb6c4e

কলকাতা: বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ আর সেই কারণে এবার রাজ্যে করোনা আক্রান্ত মোট সংখ্যা তুলে ধরলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ আজ নবান্ন সাংবাদিক বৈঠক করে করোনা সংক্রান্ত নয়া তথ্য দিয়েছেন তিনি৷

আজ মুখ্যসচিব জানিয়েছেন, বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১২৫৯ জন৷ এখনও পর্যন্ত চিকিৎসাধীন৯০৮ জন৷ তার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২১৮ জন৷ এদিন মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৬১, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ৬১ জন৷ আক্রান্তের নিরিখে সুস্থ হয়েছেন ১৭%৷ রিপোটিং পদ্ধতিতে জটিলতার জন্য কিছু সমস্যা হয়েছে৷ বেসরকারি হাসপাতাল থেকে তথ্য পাওয়া নিয়ে কিছু সমস্যা ছিল৷ এখনও পর্যন্ত ১২৫৯ জন করোনা আক্রান্ত৷ এই মুহূর্তে চিকিৎসাধীন ৯০৮ জন৷ এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ২১৮ জন৷ এখনও পর্যন্ত ২৫১১৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যসচিব৷ মুখ্যসচিব আরও জানিয়েছেন, রাজ্যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ৷ সুস্থ হয়ে ওঠার হার প্রতি ১০ লক্ষে ১৩.৯৮ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৮০৭ জন৷ হোম কোয়ারেন্টাইন রয়েছেন ৫৭৫৫জন৷