কলকাতা: এবার ভারতীয় জাদুঘরে করোনা থাবা৷ ভারতীয় জাদুঘরের সিআইএসএফের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টরের মৃত্যু৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ৷ সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ৩৩ জন জওয়ানকে পাঠানো হল কোয়ারেন্টিনে৷
জানা গিয়েছে, গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের বাসিন্দা সিআরপিএফের ওই অফিসারের৷ আর তার জেরেই ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ জওয়ানকে পাঠানো হলো কোয়ারেন্টাইন৷
দীর্ঘ দিন ধরে কলকাতা জাদুঘরে কর্মরত ছিলেন ওই ব্যক্তি৷ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন ওই ব্যক্তি৷ গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা৷ ব্যারাকে থাকা ৩৩ জওয়ানকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে৷ জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে৷
ইতিমধ্যেই সিআইএসএফের সদর দপ্তরে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ মুম্বই বিমানবন্দরে গতকাল আরও এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়৷ এই নিয়ে গোটা দেশে দু’জন সিআইএসএফ জওয়ানের মৃত্যু হল বলে খবর৷
করোনা সংক্রমণ ঠেকাতে জাদুঘরে বাকি কর্মীদের আপাতত কাজে যোগ দিতে বারণ করা হয়েছে৷ দর্শকদের জন্য জাদুঘর বন্ধ হয়ে গেলেও লকডাউনের মধ্যে কর্মী, আধিকারিকরা নিয়মিত যাতায়াত করতেন৷ এবার করোনা আক্রমণের জেরে সেই কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে ওই সিআইএসএফ অফিসারকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন গত ৪ মে থেকে৷ গতকাল ৭ মে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুর পর তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই এই খবর মৃতের পরিবারকে জানানো হয়েছে৷ পরিবারের সদস্য-সহ সিআইএসএফ আধিকারিকদের সংস্পর্শে এসেছিলেন যাঁরা, তাঁদের খোঁজখবর নেওয়ার কাজ চলছে বলে জানা গিয়েছে৷