থমকে থাকা টিকাকরণ কর্মসূচি পুনরায় চালু করার নির্দেশ রাজ্যের

থমকে থাকা টিকাকরণ কর্মসূচি পুনরায় চালু করার নির্দেশ রাজ্যের

কলকাতা:  কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্রমণের হাত থেকে বাঁচতে ১০ বছরের কম বয়সী বাচ্চারা যাতে বাড়ির বাইরে না বের হয়, সেই বিষয় নির্দেশিকা জারি করা হয়েছিল৷ যার জেরে ব্যহত হয় শিশুদের টিকাকরণ কর্মসূচি৷ সন্তানদের টিকাকরণ নিয়ে স্বভাবতই চিন্তায় পড়েছেন অভিভাবকরাও৷ এই অবস্থায় প্রতিটি রাজ্যের স্বাস্থ্য দফতরকে টিকাকরণ কর্মসূচি পুনরায় চালু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ এই নির্দেশিকা আসার পরই প্রতিটি জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে টিকাকরণ কর্মসূচি চালু করার নির্দশ দিল রাজ্য৷ এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকাও জারি করা হয়েছে৷ 

এই টিকাকরণ কর্মসূচির মধ্যে রয়েছে সদ্যজাতদের ভ্যাকসিন, পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের হাম, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জাপানিজ এনসেফেলাইটিজ, ডিপথেরিয়া, হেপাটাইটিস, যক্ষা এবং রোটা ভাইরাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগের টিকাকরণ৷ 

রাজ্য সরকারি স্বাস্থ্য বিভাগের এক পদস্থ আধিকারিক বলেন, মার্চ মাসের শেষ দিক থেকে রুটিন  টিকাকরণের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনেই টিকারণের কাজ বন্ধ রাখা হয়েছিল৷ তবে পুনরায় আমরা এই কাজ শুরু করতে চলেছি৷’’ 

নয়া নির্দেশিকা অনুযায়ী, তিনটি প্ল্যাটফর্মের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি পুনরায় চালু করা হবে৷ যে হাসপাতালে শিশুর জন্ম হবে সেখানে, মেডিকেল কলেজে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে বার্থ ডোজ৷ যদিও হটস্পট বা ননহটস্পট জেলার কনটেনমেন্ট এলাকায় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করার ক্ষেত্রে এখনও সমস্যা রয়েছে৷ তবে যে সকল জেলাগুলিতে সংক্রমণ নেই, সেখানে তিনটি প্ল্যাটফর্মেই শুরু করা যেতে পারে টিকাকরণ কর্মসূচি৷ গত এক মাসে যে সকল শিশুর টিকাকরণ সম্ভব হয়নি, তাদের চিহ্নিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *