ইউক্রেনকে রুখতে বিশাল বাঁধ ওড়াল রুশ সেনা! জলমগ্ন খারসন প্রদেশ, ঘরছাড়া ১৬ হাজার

ইউক্রেনকে রুখতে বিশাল বাঁধ ওড়াল রুশ সেনা! জলমগ্ন খারসন প্রদেশ, ঘরছাড়া ১৬ হাজার

কিয়েভ: বছর পেরলেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ আলোচনার টেবিলে ব্যর্থ হয়েছে বৈঠক৷ কোনও পক্ষই পিছু হঠতে নারাজ৷ রাশিয়া যতবার আক্রমণের তেজ বাড়িয়েছে জবাব দিয়েছে ইউক্রেন৷ এমকাবস্থায় এগিয়ে আসছিল ইউক্রেনের সেনা৷ তাদের আগ্রাসন রুখতে বড়সড় এক নির্মাণ ধ্বংস করল রুশ সেনা! অভিযোগ, দক্ষিণ ইউক্রেনের খারসন প্রদেশে বিস্ফোরণ ঘটিয়ে আস্ত একটি নদীবাঁধ উড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী! জলমগ্ন বিস্তীর্ণ এলাকা৷ ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ৷ 

জানা গিয়েছে, দিনিপ্রো নদীর উপর নির্মিত নোভা কাখোভকা নামের ওই বাঁধের পিছনে ছিল বিশাল এক রিজার্ভার৷ যার দৈর্ঘ্য ২৪০ কিলেমিটার, প্রস্থ ২৩ কিলোমিটার৷ বাঁধটি বিস্ফোরণে ধ্বংস হওয়ার পর দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত৷ ঘর ছেড়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে স্থানীয়রা। অন্তত ১৬ হাজার মানুষ প্রাণের ভয়ে পালিয়েছেন৷ 

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে খারসন প্রদেশ এবং দক্ষিণ ইউক্রেনের একটি বড় অংশে সামিরক অভিযান শুরু করে রাশিয়া। একটা সময় রাজধানী শহর খারসন তাদের দখলে বলে ঘোষণা করে মস্কো। কিন্তু কয়েক মাসের মধ্যেই খারসন ও সংলগ্ন এলাকার পুনরুদ্ধার করে নেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী।

সম্প্রতি ওই এলাকার উপর আরও দৃঢ় নিয়ন্ত্রণ বজার রাখতে তৎপর হয়ে ওঠে ইউক্রেনীয় সেনা৷ তাই নতুন করে শুরু হয় ইউক্রেন সেনার তৎপরতা। সেই অগ্রগতি রুখতেই বাঁধ ধ্বংস করে পুতিনের সেনা৷  তেমনটাই অভিযোগ জেলেনস্কি সরকারের৷