পশ্চিমবঙ্গ-সহ দশ রাজ্যে ফের কেন্দ্রীয় দল

পশ্চিমবঙ্গ-সহ দশ রাজ্যে ফের কেন্দ্রীয় দল

4a373bdb75cfdf1456f1b9110cc7404a

কলকাতা: করোনাভাইরাসের প্রকোপ বেশি, এমন ১০ রাজ্যে আরও পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।এই ১০ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের নাম রয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।সূত্রের খবর, বাংলা ছাড়া বাকি রাজ্যগুলি হল গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। উল্লেখযোগ্য ভাবেই এই তালিকায় কিন্তু মহারাষ্ট্রকে রাখা হয়নি। অথচ, ভারতে করোনার সবথেকে বড় হটস্পট মহারাষ্ট্র, বিশেষত মুম্বই। ভারতে মোট করোনা সংক্রমণের বড় অংশই কিন্তু মহারাষ্ট্রে।

জানা গিয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক, যুগ্মসচিব পর্যায়ের একজন নোডাল অফিসার ও একজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ থাকবেন কেন্দ্রীয় দলে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, উল্লিখিত রাজ্যের হটস্পটগুলিতে কী পদক্ষেপ করত হবে, কন্টেনমেন্ট জোনগুলিতে কী কী করণীয় সে বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কেন্দ্রীয় দলের সদস্যরা।দেশের ওই ১০ রাজ্যে সংক্রমিত এলাকা ঘুরে দেখবেন কেন্দ্রীয় দলের সদস্যরা। জানা গিয়েছে, দেশের ২০টি জেলা তাঁরা পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *