কলকাতা: করোনা আক্রান্ত বিএসএফের আরও ৪ জন জওয়ান৷ প্রথম কেন্দ্রীয় দলের কনভয় দায়িত্ব ছিলেন এক বিএসএফ জওয়ান৷ তিনি পরে করোনা আক্রান্ত হন৷ ওই বিএসএফ জওয়ানের থেকেই বাকি আরও ৪ জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ এই নিয়ে মোট ১০ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷
এর আগে ৫ জন বিএসএফ জওয়ান ও একজন গাড়ির চালক-সহ মোট ৬ জন আক্রান্ত হন৷ আজ নতুন করে আরও চার বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তদের মধ্যে একজন ছিলেন কেন্দ্রীয় দলের নিরাপত্তা কনভয়ের দায়িত্বে৷ টানা প্রায় দু’সপ্তাহ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের আধিকারিকদের নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শনে যান বিএসএফ জওয়ানরা৷ পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জায়গায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানের করোনা আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের করোনা পরীক্ষা করার দাবি তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷
কেন্দ্রীয় দলের কনভয় থাকা এক বিএসএফ জওয়ান ও এক গাড়ি চালাক করোনা সংক্রমিত হয়ে পরেন৷ তাদের সংস্পর্শে আসা আরও ছ’জন আক্রান্ত হন বলে খবর৷ পরে আজ আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ সব মিলিয়ে ১০ বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ এই ১০ জন বিএসএফ জওয়ানের সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে৷ নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা৷ বিএসএফ আবাসনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সূত্রের খবর৷ তবে, কনভয়ের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের কোয়ারেন্টিনে রাখা হবে কি না বা তাঁদের ওপর কোনও বিশেষ নজরদারি চালানো হবে কি না, তা নিয়ে এখনও কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি৷