শ্রমিকদের ফেরাতে সমস্ত খরচ দেবে সরকার, ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রমিকদের ফেরাতে সমস্ত খরচ দেবে সরকার, ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

4357d020cb16ec883a8181e7d1335b92

কলকাতা: বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একযোগে অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ রাজ্য সরকারের তরফে ১০৫ টি ট্রেনের তালিকা প্রকাশ করার পরও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে ভোলেননি কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ এবার রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলে দিলেন খোদ রাজ্য সরকার৷ শ্রমিকদের বাংলায় ফেরাতে ঐতিহাসিক ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ বিকেল তিনটে ১৪ নাগাদ একটি টুইট বার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে রেল বোর্ডের চেয়ারম্যানকে লেখা রাজ্যের মুখ্যসচিবের একটি চিঠি তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানিয়ে দেন, এখন থেকে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার নাগরিকদের ফেরাতে সমস্ত ধরনের খরচ রাজ্য সরকার বহন করবে৷ এর জন্য বাংলা নাগরিকদের থেকে কোনরকম ভাড়া নিতে পারবে না রেল৷ ভারতীয় রেলের তরফে চালু করা স্পেশ্যাল ট্রেনের জন্য সমস্ত ভাড়া বহন করবে রাজ্য সরকার৷

এর আগে রেল মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক স্পেশ্যাল চালানোর জন্য শ্রমিকদের থেকে টিকিটের ভাড়া নেওয়া হবে৷ এই নিয়ে তীব্র প্রতিবাদ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ জানিয়ে দেন, শ্রমিকদের ফেরানোর জন্য সমস্ত ব্যয় বহন করবে কংগ্রেস৷ এর পর রেলমন্ত্রকের তরফে জানানো হয়, শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ৮৫% দেবে কেন্দ্র সরকার এবং বাকি রাজ্য৷ এই ভাবে গত কতদিন ধরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর কাজ চলছিল৷ এবার রেল মন্ত্রককে অস্বস্তিতে ফেলে ঐতিহাসিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷