আদৌ বাড়ছে বাস ও ট্যাক্সি ভাড়া? সাফ ঘোষণা পরিবহণ মন্ত্রীর

আদৌ বাড়ছে বাস ও ট্যাক্সি ভাড়া? সাফ ঘোষণা পরিবহণ মন্ত্রীর

 

কলকাতা: আগামী সোমবার থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা৷ কিন্তু কীভাবে চালু হবে এই পরিষেবা? আদৌ কি বাড়ছে বাসের ভাড়া? খোসা করেছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা৷ কিন্তু কীভাবে চালানো হবে এই পরিষেবা?  পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গ্রিনজোনে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন চলবে৷ সোমবার থেকে কুড়ি জন করে যাত্রী নিয়ে বাস চলাচল করবে৷ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে বাস৷

একইসঙ্গে তিনি সাফ ঘোষণা করে দিয়েছেন, কিছুদিন ধরেই রাজ্যে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে খবর রটেছে তা রাজ্য সরকার অনুমোদন করছে না৷ আগামী সোমবার থেকে বাস চলাচল করলেও কোনও রকম অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না বলেও ঘোষণা করেছেন পরিবহনমন্ত্রী৷ জানিয়ে দিয়েছেন, মহামারীর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও রকম ভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা হবে না৷ বেসরকারি বাসের ভাড়া নিয়ে কোনও বিভ্রান্তি রাখা হবে না৷ মিটার অনুযায়ী ট্যাক্সি ভাড়া নেওয়া হবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷

সোমবার থেকে ৩০ মিনিট অন্তর বাস চলবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷ সন্ধ্যা ৭টা থেকে বাস চলবে বলেও জানিয়েছেন তিনি৷ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷ এদিন পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে৷ কনটেইনমেন্ট জোনের বাইরে ট্যাক্সি পরিষেবা শুরু হবে৷ চলবে সোমবার থেকে৷ অ্যাপ ক্যাব বেশি সংখ্যায় চলবে৷ তবে এখনই অটো চলবে না৷ বেসরকারি বাস ও মিনিবাসগুলি পুরানো ভাড়া যাত্রী পরিষেবা দেবে৷ স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ব্যবস্থা সচল থাকবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =