কলকাতা:রাজ্যের দিকেই ধেয়ে আসছে আমফান। এখনও শক্তিশালী নিম্নচাপ হয়ে আছে। কিন্তু শনিবার রাতে তা ঘূর্ণিঝড় হবে। এই ঘূর্ণিঝড়টি তিন দফায় শক্তি সংগ্রহ করে ১৮ তারিখ থেকে ২০ থেকের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে বলে জানা গিয়েছে। শনিবারই উপকূলে পৌঁচচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপকূল রক্ষীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, ওডিশার পারাদ্বীপ থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি । ১২৫০ কিলোমিটার দিঘার দক্ষিণে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর আপাতত অবস্থান। ভালোরকম গতি ও শক্তি নিয়েই তা এগিয়ে আসছে বলে খবর মিলছে। আছড়ে পড়ার পর ব্যাপক ধ্বংসলীলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়, তাই নৌবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টো দলকে ইতিমধ্যে বাংলায় পাঠানো হয়েছে। শনিবারের মধ্যে তাঁরা পৌঁছে যাবেন বলে অনুমান করা হচ্ছে। একটি দল সাগরদ্বীপে ও অন্য একটি দল কাকদ্বীপে থাকবেন বলে জানা গিয়েছে। তাঁরা সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখবেন বলে জানা গিয়েছে। কোস্ট গার্ড এবং ভারতীয় নৌসেনাতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। কোস্ট গার্ডের সমস্ত জাহাজগুলিকে উপকূল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রে কোনও মৎস্যজীবী রয়েছে কিনা তাও খতিয়ে দেখার জন্যে বলা হয়েছে।