কলকাতা: একদিকে চোখ রাঙাচ্ছে করোনা, অন্যদিকে প্রবাল শক্তিশালী হয়ে বাংলা দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের রেড জোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঝড় থেমে না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বলেন, ‘‘মরার উপর খাঁড়ার ঘা৷ অনেকে বলছেন, আয়লার থেকে ভয়ঙ্কর হবে ঝড়৷ আজ ও কাল বৃষ্টি হবে৷ কাল বেলায় সাগরে আছড়ে পড়বে৷ কাল মধ্যরাত পর্যন্ত চলবে৷ দুর্যোগকালে বাড়ি থেকে কেউ বেরোবেন না৷ আমরা সেই কারণে আগামীকাল প্রাকৃতিক দুর্যোগের রেড জোন ঘোষণা করছি৷’’ প্রয়োজনে রাজ্য সরকারের কন্ট্রোল রুমে ১০৭০, ০৩৩- ২২১৪৩৫২৬, ০৩৩-২২১৪১৯৯৫ নম্বরে ফোন করা যাতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে কী হবে আমরা কেউ জানি না৷ এই সময়ের সমুদ্রে কেউ যাবেন না৷ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ক্ষতি হতে পারে৷ মেদিনীপুরের একাংশ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে৷ মুখ্যসচিবের নেতৃত্বে আমাদের টাস্ক ফোর্স কাজ করছে৷ ইতিমধ্যেই ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে৷ পুলিশ প্রশাসনের নিচে তলাতেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে দু’লক্ষ মানুষকে সরানো হয়েছে৷ সাইক্লোন সেন্টারের যতটা সম্ভব সর্তকতা নেবেন৷ উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে৷ পূর্ব মেদিনীপুরে ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে৷ পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার মানুষকে সরানো হয়েছে৷ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী৷ ক্ষয়ক্ষতির বিষয়ে বিশেষ যত্ন নিয়ে পদক্ষেপ করা হবে৷ ত্রাণ শিবিরের কেউ বাইরে যাবেন না৷ বাড়ি ভেঙে পড়ার আশংকা থাকলে শিবিরে চলে আসুন৷ সবার কাছে আমরা সহযোগিতা চাইছি বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷
বলেন, ‘‘এখনও পর্যন্ত যেটা অরেঞ্জ জোন দেখা গিয়েছে, আবহাওয়াবিদরা বলছেন৷ সেটা রেড জোন হয়ে যাবে কাল৷ কাল ঝড়ের তিনটি ধাক্কা যতক্ষণ যাবে, কাল দুপুর থেকে শুরু হয়ে পরশু দিন সকাল পর্যন্ত চলবে৷ সুতরাং এখনই ঝড় থেমে গেল বেরিয়ে গেলাম চলবে না৷ উড়িয়ে নিয়ে চলে যাবে৷ এইসব করতে যাবেন না৷ কাল বাড়ির বাইরে বেরোবেন না৷’’