‘আয়লা’র থেকেও ভয়ঙ্কর সুপার সাইক্লোন ‘আমপান’, কেন? বলছে হাওয়া অফিস

‘আয়লা’র থেকেও ভয়ঙ্কর সুপার সাইক্লোন ‘আমপান’, কেন? বলছে হাওয়া অফিস

কলকাতা: মনে আছে ২০০৯ সালের ২৫ মে সালের সেই ঘূর্ণিঝড় ‘আয়লা’র কথা৷? ঘূর্ণিঝড় আয়লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গে৷ উপকূলবর্তী অঞ্চলে সরাসরি প্রভাব পড়েছিল৷ এবার আমপানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে? কী বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়?

আয়লা পরবর্তী ফণি কিংবা বুলবুলের এবার বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমপান’৷ আর তার জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে দক্ষিণবঙ্গে? জবাব দিয়েছেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা৷

জানিয়েছেন, ‘‘যদি শক্তির বিচারে পর্যালোচনা করা হয়, তাহলে আয়লা এবং বুলবুলের তুলনায় বেশি শক্তিশালী এই ‘আমপান’৷ ট্রাক হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে এই ঝড় বুলবুলের কাছাকাছি পথ দিয়ে যাবে কলকাতার গা ঘেঁষে৷ কলকাতার পূর্ব, দক্ষিণ-দক্ষিণ দিক থেকে এটা এগোতে পারে৷ কলকাতায় ঝড়ের গতি থাকবে ১৩০ কিমি প্রতি ঘণ্টায়৷ বুলবুলের ক্ষেত্রে ঝড় গিয়েছিল সুন্দরবনের দিকে৷ শুধুমাত্র গতি দিয়ে ক্ষয়ক্ষতি হবে না৷ আয়লার ক্ষেত্রে দক্ষিণ থেকে উত্তর দিকে সোজা উঠে গিয়েছিল৷ যার জন্য আয়লা সম্ভবত প্রথম সাইক্লোন যেটা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দু’বঙ্গকে একসঙ্গে ক্ষতিগ্রস্ত করেছিল৷’’

তাঁক আরও যুক্তি, ‘‘সাধারণত পশ্চিমবঙ্গের মানচিত্রে চেহারা যা, তাতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এক রকম হয় না৷ ফলে আয়লা ঝড় খাঁড়া ভাবে উঠেছিল বলে ক্ষয়ক্ষতির বাপ্তির বেশি ছিল৷ কিন্তু, ক্ষয়ক্ষতির বিষয়ে আমপানেদার ক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় বেশি হবে৷ এবার অনেক বেশি হওয়ার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বুলবুল কিংবা আয়লার থেকে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =