‘আয়লা’র থেকেও শক্তিশালী ‘আমপান’, শিকল দিয়ে বাঁধা পড়ল ট্রেন

‘আয়লা’র থেকেও শক্তিশালী ‘আমপান’, শিকল দিয়ে বাঁধা পড়ল ট্রেন

কলকাতা: আগামিকাল, বুধবার (২০ মে) দীঘা উপকুল থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ পর্যন্ত অঞ্চলে প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমপান। আংশিক আঁচ পড়বে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকুলেও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠে ২০০-২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে স্থলভাগে ধেয়ে আসছে আমপান। যদিও স্থলভূমিতে এসে গতি অনেকটাই কমে যাবে। তবু সর্বোচ্চ ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সবথেকে বেশি সতর্কতা জারি হয়েছে বাংলার তিন জেলায়, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তর ২৪ পরগনা। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই তিন জেলায়।

২০০৯ সালের আয়লার স্মৃতি এখনও টাটকা। কিন্তু আবহবিদরা মনে করছেন আমপান তার থেকেও শক্তিশালী আকার নিতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে শক্তির বিচারে এটি দ্বিতীয় স্থানে বলে জানানো হয়েছে। সবথেকে ভয়াবহ আকার ন্যেছিল ১৯৯৯ সালে ওড়িশায় ধেয়ে আসা ঘূর্ণিঝড়। সেই সাইক্লোনে্হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ২৬০ কিমি প্রতি ঘণ্টা রেকর্ড করেছিল। আমপান সেদিক থেকে দ্বিতীয় স্থানে থাকবে বলে আশঙ্কা। ২০০৯ সালে আয়লা এবং তারপরে সাম্প্রতিক অতীতে বুলবুলের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল উপকূলবর্তী এলাকাগুলি। প্রসঙ্গত, বুলবুলের জেরে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের ক্ষয়ক্ষতি এখনও সামাল দেওয়া যায়নি। তার ওপর হাজির হয়েছে আমপান যাকে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়ের আখ্যা দিয়েছেন আবহাওয়াবিদরা।

ইতিমধ্যেই তিনটি জেলা থেকে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে রাখতে হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা। জোড়া সমস্যায় কার্যত দিশেহারা অবস্থা প্রশাসনের। দক্ষিণ ২৪ পরগনায় ট্রেন উড়ে যাওয়ার আশঙ্কায় রেললাইনের সঙ্গে ট্রেনের চাকা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =