কলকাতা: ক্রমাগত এগিয়ে আসছে ঘূর্ণিঝড়৷ সর্বশেষ খবর অনুযায়ী কলকাতা থেকে মাত্র ৩১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ কলকাতার গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের কেন্দ্র৷ আর তার জেরেই কলকাতায় ১৩০ কিলোমিটার সর্বোচ্চ গতি বেগে ঝড় বয়ে যেতে পারে৷ ফলে প্রভূত ক্ষতির আশঙ্কা রয়েছে শহর কলকাতায়৷ একই সঙ্গে বিপদের মুখে রয়েছে দুই ২৪ পরগনা, মেদিনীপুর৷
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের প্রভাব থাকতে পারে গোটা দক্ষিণবঙ্গের উপর৷ সর্বশেষ খবর অনুযায়ী, পারাদ্বীপ থেকে ১০৬ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র৷ দিঘা থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ এই মুহূর্তে ১৯-১৮ কিমি গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র৷
Cyclone ‘AMPHAN’ lies 110kms from Paradip & is moving at a speed of 18-19kmph. An hour ago, wind speed of 102kmph was observed at Paradip. Landfall expected near Sunderbans in West Bengal by late evening today. Next 6-8 hrs crucial: PK Jena, Special Relief Commissioner, Odisha pic.twitter.com/LJFUx6Ubz4
— ANI (@ANI) May 20, 2020