বাংলায় আরও বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, সুস্থতার হারে রেকর্ড

বাংলায় আরও বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, সুস্থতার হারে রেকর্ড

কলকাতা: উমপুনের জেরে রাজ্যে এখনও পর্যন্ত মৃত হয়েছে ৮৬ জনের৷ ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ ক্ষতির পরিমাণ কত? তা ধারাণা করা এখনই সম্ভব নয়, বলছেন প্রশাসনিক কর্তারা৷ উমপুনের ক্ষয়ক্ষতি নিয়ে যখন ব্যস্ত প্রশাসন, ঠিক তখনই রাজ্যে বাড়ছে করোনা৷

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের শরীরে মিলল করোনা৷ আর তার জেরে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩২৷করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এমন তথ্য দেওয়া হয়েছে৷

এই মুহূর্তে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা  দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৬৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ২৮ জন রোগী৷ ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *