খরচ হয়নি বাঁধ প্রকল্পের ৫ হাজার কোটি টাকা, বাঁধের দাবিতে সোচ্চার সুন্দরবন

খরচ হয়নি বাঁধ প্রকল্পের ৫ হাজার কোটি টাকা, বাঁধের দাবিতে সোচ্চার সুন্দরবন

সুন্দরবন: অতি প্রবল ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে সুন্দরবন৷ সমুদ্রের নোনা জলে ডুবেছে গ্রামের পর গ্রাম, চাষের জমি৷ আয়লার পর এমন ঝড় দেখেনি সুন্দরবনের মানুষ৷ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, নদীর বাঁধ ভাঙা রুখতে একটা স্থায়ী সমাধান করা হোক৷ কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি৷ এরই মধ্যে একটি নিউজ চ্যানেলে  সমুদ্র বিজ্ঞানী সুগত হাজরার দেওয়া সাক্ষাৎকারে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।  

তিনি জানালেন, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন আয়লার প্রকোপে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হওয়ার পর কেন্দ্রের একটি বিশেষ টিম ক্ষতিগ্রস্ত অঞ্চলে  সার্ভে করতে এসেছিল৷ সমীক্ষার পর সুন্দরবনের চারপাশে একটি শক্তপোক্ত কংক্রিটের বাঁধ তৈরির জন্য পশ্চিমবঙ্গ  সরকারকে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়৷  কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার জেরে সেই সময় সম্পূর্ণ কাজ করা সম্ভব হয়নি৷ এর জন্য নতুন করে কোনও পরিকল্পনাও কিন্তু করা  হয়নি৷

সুগত হাজরা বলেন, খুব সম্ভবত ১৯০ থেকে ২২০ কোটি টাকা খরচ করা হয়েছিল৷ বাকি টাকা খরচ করতে পারেনি সরকার৷ সেই সময়ের থেকে শিক্ষা নিয়ে যদি  সুন্দরবনকে একটি শক্ত বাঁধ দিয়ে ঘিরে ফেলা যেত, তাহলে সাগরের কাছে থাকা গোসাবা, বালি, পাথর প্রতিমা, রামগঙ্গার মতো জায়গাগুলিকে এই বিপুল ক্ষতির হাত থেকে বাঁচানো যেত৷ যে এলাকাগুলি সরু খাড়ির পাশে আছে, সেই অঞ্চলগুলিকেও বাঁচানো সম্ভব হত৷ সঠিক পরিকল্পনা মাফিক এগোনো গেলে, সুন্দরবনের মানুষদের জন্য একটা স্থায়ী ও দীর্ঘ মেয়াদি সমাধান হতো। আজকের পরিস্থিতির হাত থেকে  অনেকটাই রক্ষা পেত সুন্দরবন৷ এখনও এখানকার মানুষের একটাই দাবি, তা হল বাঁধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *