বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, ঘোষণা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, দপ্তরে ভাঙচুর জনতার

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, ঘোষণা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, দপ্তরে ভাঙচুর জনতার

কলকাতা: একদিকে লকডাউনে গৃহবন্দি জীবন, অন্যদিকে তীব্র গরম৷ উমপুনের জেরে লাটে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা৷ ঝড়ের পর ৪দিন কেটে গেলেও এখনও বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক স্বাভাবিক না হওয়ায় জারি ক্ষোভ-বিক্ষোভ৷ আর এই পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ পরিষেবা না পেয়েশান্তিপুরে বিদ্যুৎ বণ্টন সংস্থার দপ্তরে ভাঙচুর চালাল জনতা৷ অন্যদিকে, কলকাতা শহরের একাধিক অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে নবন্নকে জানিয়েছে সিইএসসি৷ নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক বলেও জানিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা৷

শহর কলকাতার একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে বলে রবিবার রাজ্য সরকারকে জানাল সিইএসসি কর্তৃপক্ষ৷ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে ট্যুইটে জানানো হয়েছে, যাদবপুর থেকে শুরু করে সেলিমপুর, মুকুন্দপুর থেকে সার্ভে পার্ক, পাটুলি থেকে রিজেন্ট এস্টেট, বেহালা চৌরাস্তা থেকে জেমস লং সরণী, লেক টাউন থেকে নাগেরবাজার, যশোর রোড থেকে শুরু করে রাসবিহারী কানেক্টর, বিবি চাটার্জি রোডের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছে সিইএসসি৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ায় শহর কলকাতার অধিকাংশ জল ও নিকাশির পাম্পিং স্টেশনগুলি কাজ শুরু করে দিয়েছে বলেও জানানো হয়েছে৷

অন্যদিকে, উমপুনের জেরে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি মেরামত করে শহরতলীর জেলাগুলির অধিকাংশ এলাকায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে জানিয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা৷ স্বরাষ্ট্র দপ্তরের তরফে ট্যুইট বার্তায় জানানো হয়েছে, বিদ্যুৎ বণ্টন সংস্থা জানিয়েছে, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে৷ জল বণ্টনকারী স্টেশন থেকে শুরু করে হাসপাতাল, সেচের জন্য পাম্পিং স্টেশনগুলির বেশির চালু হয়েছে গিয়েছে৷ শহর কলকাতার গড়িয়া, বাঁশদ্রোণী, কেষ্টপুর, বাগুইআটি, সল্টলেক, নিউ টাউনের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ পরিষেবা ফিরেছে বলেও জানানো হয়েছে৷

উল্টো ছবি ধরা দিয়েছে নদীয়ার শান্তিপুরে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয় শান্তিপুরে৷ রবিবার সকালে দিগনগরে বিদ্যুৎ বণ্টন সংস্থার দপ্তর ভাঙচুর চালাল উত্তেজিত জনতা৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *