কলকাতা: লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল৷ কেন্দ্রীয় দলকে নিয়ে বঙ্গ রাজনীতির ময়দানে কম বিতর্ক হয়নি৷ সরকারি স্তরে শুরু হয়েছিল চিঠি চালাচালির প্রক্রিয়া৷ রাজ্যে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতেফের বাংলায় আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল৷
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণবঙ্গে বেশকিছু জেলা৷ পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পর স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো বিশেষ পর্যবেক্ষক দল৷ ক্ষয়ক্ষতি দেখতে শীঘ্রই বাংলা সফরে আসতে পারে ওই বিশেষ দল৷
স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো ওই বিশেষ দলটি বাংলার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন পরিস্থিতি খতিয়ে দেখবে৷ পশ্চিমবঙ্গ সরকারকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে৷
National Crisis Management Committee reviews progress of relief & restoration work in #WestBengal
Cabinet Secretary advised that complete power connectivity, telecom service and drinking water supplies need to be restored on priority basis#CycloneAmphan https://t.co/qPikVTjZS9
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 25, 2020
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল বাংলা পরিদর্শন করবে৷ বিদ্যুৎ, টেলিকম পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হোক বলেও রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে৷ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক, রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে কেন্দ্র৷ পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ করা রয়েছে৷ রাজ্য সরকার চাইলেই তা তুলে দেওয়া হবে৷ আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব৷ সেইবৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পিআইবি৷