কলকাতা: জল ও বিদ্যুতের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল নাদিয়াল থানা কাঞ্চনতলা৷ ঘূর্ণিঝড়ে তাণ্ডবের ছ’দিন পরেও ফেরেনি বিদ্যুৎ। একটি এলাকায় বিদ্যুৎ এলেও বাকি বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন৷ জল ও বিদ্যুতের দাবিতে আজ বিকেলে নাদিয়াল থানা কাঞ্চনতলায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়৷ রাস্তা অবরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি৷ অশান্তির মাঝে পড়ে যান মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক৷ ইটের আঘাতে মাথা ফেটে যায় মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন বিধায়ক অনুগামীরাকারা৷ বিধায়কের উপর হামলা ঘটনায় অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ৷
জানা গিয়েছে, স্থানীয়দের প্রতিবাদ, বিক্ষোভ, আশান্তির মাঝে পড়ে মাথা ফাটে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালিক মোল্লার৷ তাঁর থুতনিতে আঘাত লেগেছে৷ হয়েছেন আহত৷ কান থেকে রক্ত বেরিয়েছে৷ করোটিতে আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে৷ ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে৷
স্থানীয় সূত্রে খবর, বিদ্যুৎ ও জলের দাবিতে কাঞ্চনতলা এলাকার বাসিন্দারা আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ শুরু হয় পথ অবরোধ৷ অভিযোগ, বিদ্যুৎ না থাকায় এলাকার বাসিন্দারা যখন পথ অবরোধ করছিলেন, ঠিক তখন বিদ্যুৎ থাকা এলাকার বাসিন্দারা তাঁদের বাধা দেন৷ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত ঘটে৷ উভয়ের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়৷ রণক্ষেত্রের চেহারা কাঞ্চনতলা এলাকার একাংশ৷
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক৷ দুই গোষ্ঠীর মাঝে পড়ে গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল বিধায়ক৷ মাথায় আঘাত পেয়েছেন তিনি৷ তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। ডিসি বন্দর নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা৷ কারা বিধায়কের উপর হামলা চালিয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ৷