কলকাতা: একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডব৷ জোড়া বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ৷ যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার কাজ চললেও থেমে নেই শাসক-বিরোধী রাজনৈতির তরজা৷ আজ তৃণমূল সরকারের ন’বছর পূর্তিকে কটাক্ষ করে রাজ্য বিজেপির তরফ ন’টি পয়েন্টে চার্জশিট দাখিল করেছেন দিলীপ ঘোষ৷
আজ বিকালে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ন’টি বিষয় তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে ন’টি বিন্দুতে আমরা তাঁকে চার্জশিট দিচ্ছি৷ সেই ন’টি বিন্দু আমি আপনাদের বলছি৷ করোনা সংকট ও স্বাস্থ্য সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা ফেল৷ দ্বিতীয়, আমপান মোকাবিলায় অপদার্থতা৷ তৃতীয়, তৃণমূলের রেশন দুর্নীতি৷ ঐতিহাসিক দুর্নীতি হতে পারে এটা৷ ভেঙে পড়া আইন-শৃঙ্খলা এবং গণতন্ত্রবিরোধী মমতা৷ শিল্প এবং রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা৷ কৃষক বিরোধী মমতা৷ কাটমানি ও দুর্নীতির মমতা৷ হিন্দু ও শরণার্থী বিরোধী মমতা৷’’
হঠাৎ কেন এই ঘোষণা? দিলীপের যুক্তি, ‘‘এই ন’টি ক্ষেত্রে যে ধরনের অব্যবস্থা ও দুর্নীতির হয়েছে, তার জন্য মানুষের যে কষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গের সব দিক থেকে পিছিয়ে পড়ছে, মানুষ হাহাকার করছেন, সেই জন্য আমরা বাধ্য হয়েছি এই ন’টি বিষয় রাজ্য সরকারকে সচেতন করতে এই চার্জশিটি দিতে হয়েছে৷’’