কলকাতা: রাজ্য লকডাউন কিছুক্ষেত্রে তুলে দিতে চায়৷ কিন্তু লকডাউন একেবারে তুলে দেওয়ার পক্ষপাতী নয় বাংলা৷ সেক্ষেত্রে এখনই লোকাল ট্রেন রাজ্য চালাতে চায় না বলে কেন্দ্রকে সাফ জানিয়ে দিল নবান্ন! খবর সূত্রের৷ বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যসচিব কেন্দ্রের সঙ্গে ভিডিও কলে আলোচনায় এই বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর৷
সূত্রের খবর, কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক হয়৷ সেখানে লকডাউন প্রত্যাহার নিয়ে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে তিনি আলোচনা করেন৷ রাজীব গৌবা সেখানে জানান, এখনই লকডাউন তুলে নিলে ফল ভালো হবে না বলে বাংলা জানিয়েছে৷ শুধু তাই নয়, বাংলা এখনই লোকাল ট্রেন চালাতে চায় না৷ লোকাল ট্রেন চললে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে বাংলা মনে করছে৷ সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদহ শাখা-সহ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবায় এখনই ছাড়পত্র দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷
লকডাউনের শুরু থেকে লোকাল ট্রেন বন্ধ। এর ফলে কলকাতায় দিকে আসতে পারছেন না অনেকেই। রুজি রুটিতে টান পড়ছে অনেকে। তাতেই বাধ্য হয়ে সবজি বা মাছের ব্যবসা করতে হচ্ছে। কিন্তু লকডাউন খুললে সবাই আবার কলকাতা মুখো হতে চাইবেন। যার ফলে ট্রেনে ভিড় বাড়বে। সামাজিক দুরত্ব বজায় রাথা কষ্টকর হবে। এর ফলে যেমন সংক্রমণ দ্রুত ছড়াবে। তেমনি গ্রামে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রামে একবার করোনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা মুসকিল হবে।
সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদহ শাখা-সহ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবায় এখনই ছাড়পত্র দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে ঘূর্ণিঝড় ও পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যের যা পরিস্থিতি তাতে লকডাউন পুরোপুরি তুলে দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় বলেও জানানো হয়েছে৷ রেড জোনে কিছুটা ছাড় আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে৷ মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, রাজ্য মনে করছে লোকাল ট্রেন এখন চললে সবরকম স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হতে পারে৷ লোকাল ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে উঠতে পারে৷ ফলে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ সূত্রের খবর, রাজীব গৌবা রাজ্যের এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছেন৷ আগামী কাল কিংবা পরশু এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর৷ খুব সম্ভবত প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে লকডাউন ৫.০ ঘোষণা করতে পারেন৷ যেখানে আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হতে পারে বলে ত্রের খবর৷