দিলীপের পর এবার লকেট, সাংসদকে ত্রাণ বিলিতে বাধা পুলিশের!

দিলীপের পর এবার লকেট, সাংসদকে ত্রাণ বিলিতে বাধা পুলিশের!

বারুইপুর: দিলীপ ঘোষের পর এবার লকেট চট্টোপাধ্যায়৷ বিজেপি সাংসদকে দুর্গত এলাকা ঘুরে দেখতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ ত্রাণ দিতে যাওয়ার পথে আজ সকালে বিজেপি সাংসদকে আটকে দেওয়া হয় বারুইপুরের উত্তরভাগে৷

বিজেপি সূত্রে খবর, আজ সকালে লকেট চট্টোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন৷ কিন্তু বারুইপুরে বিজেপি সংসদের কনভয় আটকে দেয় পুলিশ৷ পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ৷  জানতে চান কেন তাঁকে আটকে দেওয়া হল৷ জবাব তৈরি ছিল পুলিশের কাছেও৷ সাংসদ এলাকায় গেলে লকডাউন বিধি ভঙ্গ হতে পারে৷ আইন-শৃংখলার অবনতি ঘটতে পারে, এই আশঙ্কায় লকেটকে আটকে দেওয়া হয়েছে বলে সূত্রে খবর৷

গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়ান লকেট চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘এখন এই জরুরি পরিস্থিতিতে সাহায্য দেওয়া প্রয়োজন৷ যাঁরা কোন রাজনৈতিক সংগঠন নয়, তাঁরাও কিন্তু ত্রাণ যাচ্ছে৷ এই দুর্যোগের জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মীদের কাছে ত্রাণ দিতে যাচ্ছি৷ ওঁরা ত্রাণ পাচ্ছেন না৷ ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছেন৷’’ এর আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বা একাধিকবার আটকে দেওয়া হয়৷ সেই নিয়ে কম রাজনীতি হয়নি৷ এবার নতুন সংযোজন লকেট চট্টোপাধ্যায়৷- ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =