খুলে যাচ্ছে বাংলার মন্দির-মসজিদ-গির্জা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুলে যাচ্ছে বাংলার মন্দির-মসজিদ-গির্জা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আরও শিথিল হল বাংলার লকডাউন বিধি৷ লকডাউনের ৬৬ দিনের মাথায় এবার বাংলা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান দরজা খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী পয়লা জুন থেকে শর্তসাপেক্ষে মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার খুলে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, শর্তসাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে৷ তবে সবাই একসঙ্গে জড়ো হতে পারবেন না৷ ১০ জনের বেশি মানুষ ধর্মীয় স্থানে সমবেত হতে পারবেন না৷ কোনরকম ধর্মীয় জমায়েত করা যাবে না৷ যদি কেউ চান মন্দির মসজিদ গুরুদ্বারে নিজেদের প্রার্থনা সেরে ফিরে যেতে পারবেন৷ এর জন্য যথেষ্ট দূরত্ব বিধি মনে চলতে হবে৷ মন্দির- মসজিদ-গির্জা গুরুদ্বারে ১০ জনের বেশি ঢোকা যাবে না৷ আগামী ৭২ ঘণ্টা ধর্মীয়স্থানগুলি স্যানিটাইজ কাজ করা হবে বলেও ঘোষণা করেছেন৷ মুখ্যমন্ত্রী মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজার ব্যবহার করতে হবেও জানানো হয়েছে৷ বড় কোন উৎসব এখন করা যাবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের লকডাউন বিধি অনুযায়ী কোনও ধর্মীয় সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ একই সঙ্গে ৭ জনের বেশি জমায়েতের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা৷ এবার ধর্মীয় সমাবেশে অনুমতি না দিলেও শর্তসাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান দরজা খুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =