৫০০০ ছাড়াল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৩৮.৪০%

৫০০০ ছাড়াল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৩৮.৪০%

কলকাতা: কেন্দ্রের পর এবার রাজ্যেও বাড়ানো হল লকডাউনের মেয়াদ৷ দু’সপ্তাহ লকডাউন বাড়ানো হলেও শর্তসাপেক্ষে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ ধর্ম-কর্ম, শ্যুটিং-রেস্তোরাঁ-শপিং মল খুলে দেওয়ার পক্ষেও নির্দেশিকা জারি করেছে নবান্ন৷ কিন্তু, পঞ্চম দফায় যখন লকডাউন বিধি ধাপে ধাপে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই বাংলায় চমক দেওয়া করোনা আক্রান্তের তথ্য তুলে ধরল রাজ্য স্বাস্থ্য দফতর৷

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ৫ হাজারের গণ্ডি টোপকে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ আজ সকাল ৯টার আগের শেষ ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ৩১৭ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা দিয়েছে৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০ জন৷ করোনা সক্রিয়  রোগীর সংখ্যা ২ হাজার ৮৫১ জন৷ শুক্রবারের তুলনায় ১১৫ বেশি৷

বাংলায় নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত মোট সংখ্যা ২৩৭৷ কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ রোগ-জয়ী ১৭৫ জন৷ মোট সুস্থ হয়ে ওঠান রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৭০ জন৷ সুস্থতার হার ৩৮.৪০ শতাংশ৷ শুধুমাত্র শহর কলকাতায় ২ হাজার জন করোনা আক্রান্ত৷ করোনা ও কো-মরবিডিটি মিলিয়ে কলকাতায় মৃত্যু হয়েছে ২০২ জনের৷ কলকাতার পর রয়েছে হাওড়া৷ সেখানে ৯৮২ জন করোনা আক্রান্ত৷

 

অন্যদিকে, কেন্দ্রের আনলক ১.০ ঘোষণার পর রাজ্যেও লকডাউনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার৷ রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়াল আরও ২ সপ্তাহ৷ কিছু ছাড়-সহ শর্তসাপেক্ষে বাড়ল লকডাউনের মেয়াদ৷ আগামী ৮ জুন থেকে রাজ্যে শর্তসাপেক্ষে চালু হয়ে যাচ্ছে শ্যুটিং৷ শ্যুটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ জনকে নিয়ে কাজ করা যাবে৷ সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলে যাবে বাংলার সমস্ত ধর্মীয় স্থান৷ পুলিশের সঙ্গে কথা বলে খোলা যাবে ধর্মীয় স্থান৷ ১০ জনের বেশি একসঙ্গে কেউ ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেন না৷ মাস্ক ও সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে, কোনও জমায়েতন করা যাবে না৷ আগামী ৮ জুন থেকে রাজ্যে খুলে যাবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল৷ কনটেনমেন্ট জোনে ছাড় মিলবে না৷

রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে চা বাগান-জুটমিল, শিল্প ও খনিতেও ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে৷ ৮ জুন থেকে সরকারি অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ রাজ্যে বাস পরিষেবায় বিধি বদল করা হয়েছে৷ বাসের আসনের সমসংখ্যক যাত্রী নেওয়া ছাড় দেওয়া হয়েছে৷ বাসে কোনও যাত্রী দাঁড়িয়ে সফর করতে পারবেন না বলেও জানানো হয়েছে৷ আজ সন্ধ্যায় নয়া নির্দেশিকায় গুচ্ছ শর্তবিধি প্রকাশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *