কলকাতা: পয়লা জুন থেকে রাজের শহরাঞ্চলে বেসরকারি বাস চালানো নিয়ে জট কাটল না। রবিবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বৈঠকে মিললো না কোনো সমাধান সূত্র। মূলত বাসভাড়া কতটা বাড়ানো হবে সেবিষয়ে সিদ্ধান্ত হল না বৈঠকে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছেই বর্ধিত ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির দাবি ছাড়াও বাসকর্মীদের সংক্রমণের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা বিমা সহ একাধিক দাবিতে অনড় রইলো জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও রাজ্য বাস মিনিবাস অ্যাসোশিয়সন সহ চারটি বেসরকারি বাস সংগঠন।
সংগঠনগুলির মতে যাত্রী তোলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় আয় ব্যয়ের সমতা রক্ষা কঠিন হবে। আগামী মঙ্গলবার কসবায় পরিবহণ দফতরের দাবিদাওয়া নিয়ে ফের স্মারকলিপি দেবেন বাসমালিকরা। সমস্ত দাবিগুলির জানিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীক ও পরিবহন মন্ত্রীকেও ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনগুলি। এপ্রসঙ্গে মিনিবাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন এমনিতেই, ফুল সিটিংয়ে গাড়ি চালিয়ে সাত টাকা, আট টাকা ভাড়ায় গাড়ি চালাতে অসুবিধায় পড়তে হয় সেখানে একই ভাড়া অপরিবর্তিত রেখে এত কম যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব। তিনি আরও বলেন, ১০ লক্ষ টাকার বিমার দাবি ছাড়াও ট্যাক্স মুকুবের নোটিফিকেশনও জারি হয়নি এখনও। তাই বাস পরিষেবা চালু করার বিষয়ে তাঁরা অসহায়। এদিকে কেন্দ্রীয় সরকার কেন পরিবহণের জন্য প্যাকেজ ঘোষণা করছে না বলেও অভিযোগ জানান তিনি। অন্যদিকে আগামীকাল থেকেই ৫০ শতাংশ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাস সংগঠন। বর্ধিত ভাড়া ছাড়াই চলবে বাস। তবে বাস স্ট্যান্ডের চাঁদা ছাড়াও সমস্ত টোল প্লাজায় ট্যাক্স মকুব করার দাবি জানিয়েছেন তাঁরা। বাস পরিষেবা চালু করার পর নিজেদের দাবিগুলি রাজ্য সরকারকে জানানো হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৮ জুন থেকেই ৭০% কর্মী নিয়ে সরকারি অফিস খুলবে। সেই অনুযায়ী ১ জুন থেকেই শর্তসাপেক্ষে বেসরকারি বাস, মিনিবাস চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশিকা অনুসারে, বাসে নির্দিষ্ট আসনসংখ্যার বেশি যাত্রী তোলা যাবে না। একটি বাসে যতগুলি আসন ঠিক ততজন যাত্রীই উঠতে পারবেন। বাসে দাঁড়িয়ে যাওয়ার অনুমতি নেই। আর সমস্যা এখানেই, অল্প সংখ্যক যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি।