কলকাতা: বিশ্ব মঞ্চে বাজিমাত দুই বাঙালির৷ ‘‘আমেরিকা’স গট ট্যালেন্টে’’র মতো বড় প্ল্যাটফর্মে ‘ব্যাড সালসা’ দেখিয়ে সকলের মন কাড়লেন কলকাতার সুমন্ত মারোজু ও সোনালী মজুমদার৷
ভারতে ‘‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’’র আদলেই অনুষ্ঠিত হয় ‘‘আমেরিকা’স গট ট্যালেন্ট’’৷ কিছুদিন আগেই শুরু হয়েছে এই রিয়্যালিটি শো৷ আমেরিকার মাটিতে এই দুই বাঙালির নাচে অভিভূত বিচারকমণ্ডলী৷ কিন্তু ‘ব্যাড সালসা’ নাম কেন? এর জবাবে সুমন্ত জানান, আসলে তিনি এবং সোনালী ‘বিভাস অ্যাকাডেমি অফ ডান্স’-এর সদস্য৷ এই অ্যাকাডেমিরই শর্টফর্ম ব্যাড (BAD)৷ সুমন্তর বয়স ২০৷ আর সোনালীর বয়স মাত্র ১৫৷
বলিউডি ছবি ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানে অতি ক্ষিপ্রতার সঙ্গে সালসা নেচে তাঁরা চমকে দেন বিচারকদের৷ পারফরম্যান্সের শেষে বিচারকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান তাঁদের৷ সুমন্ত-সোনালীর নাচে মুগ্ধ দর্শকরাও তাঁদের উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানান৷
একজন বিচারক বলেন, পারফর্ম করার সময় মনে হচ্ছিল কেউ যেন সিনেমার ফাস্ট ফরোয়ার্ড বাটন প্রেস করে দিয়েছে। অন্য একজন জানান, ইন্ডিয়া থেকে এসে দুই বাঙালি সমৃদ্ধ করেছেন এই রিয়েলিটি শো এর প্লাটফর্মকে। তবে সোনালী এবং সুমন্ত এই প্রথম তাঁদের প্রতিভা সামনে আনেনি৷ এর আগে বিভাস অ্যাকাডেমি অফ ডান্সের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁরা ‘ব্রিটেন’স গট ট্যালেন্ট’-এ পারফর্ম করেছে৷ ইতিমধ্যে ২০১২ সালে ‘ইন্ডিয়াস’ গট ট্যালেন্ট সিজন-৪ এ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা৷
এর আগে আমেরিকা’স গট ট্যালেন্টে অংশ নিয়েছেন ভারতীয়রা৷ মুম্বইয়ের ডান্স গ্রুপ ‘ভি আনবিটেবল’ ফাইনালে পৌঁছেছিল৷ তবে তাঁর শেষ করে চতুর্থ স্থানে৷ ব্যাড সালসা’র এই অসাধারণ পারফরমেন্স সোনালী-সুমন্তর হাতে এনে দিতে পারে সেরার পুরস্কার৷ তাঁদের নিয়ে আশাবাদী ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় সুমন্ত-সোনালীর এই পারফরম্যান্সের ভিডিও এখন ভাইরাল। ব্যাড সালসা’র পারফরমেন্স দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম ভুট এবং টেলি চ্যানেল কালার্স ইনফিনিটি-তে।