কলকাতা: সবে লকডাউন শিথিল হতে শুরু করেছে। সোমবার থেকে সমস্ত ধর্মীয়স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জানানো হয়েছে, মন্দিরে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু শিকেয় তোলা হল সমস্ত বিধি। সামাজিক দূরত্বকে শুধু নিয়মের খাতাতে রেখে ভিড় করে মন্দিরে পুজো দেওয়া চলল দেদারে। এমনকী অনেকের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায়নি।
সোমবার থেকে কয়েকটি মন্দির খুলে যায়। সেখানে পুজো দিতে দেখা যায় মহিলাদের। বাগবাজার ঘাট, আহিরীটলা ঘাটে পুজো দিতে ভিড় জমান মহিলারা। কিন্তু সেখানে সামাজিক দূরত্ব সহ যে সব সুরক্ষা বিধি মানার কথা বলা হয়েছিল। তা কিছুই মানা হয়নি। অনেকের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায়নি। কারও কারও মুখে মাস্ক চোখে পড়লেও তা সঠিকভাবে ছিল না। সামাজিক দূরত্ব দূর অস্ত। ঘেঁষাঘেঁষি দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের। আর এতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। যেভাবে পুজো দিতে সাধারণ মহিলারা ভিড় করেছেন, তাতে সংক্রমণ যে আরও ছড়িয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
১ জুন থেকে প্রথমে রাজ্য সরকার ও পরে কেন্দ্রীয় সরকার ধর্মীয়স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান। কেন্দ্র ও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সবাই বিরোধিতা করেছিলেন। বাস পরিষেবা কলকাতার রাস্তায় শুরু হয়েছে। সেখানে ২০ জনের বেশি নেওয়া যাবে না বলে রাজ্য সরকারের তরফে বললেও, ব্যাপক ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। ৮ জুন থেকে সরকারি, বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ সব খুলে যাবে। তবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না বলে জানা গিয়েছে।