রাত হলেই কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে পড়ছেন শ্রমিকরা, পাহারায় গ্রামবাসী

রাত হলেই কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে পড়ছেন শ্রমিকরা, পাহারায় গ্রামবাসী

বসিরহাট: করোনা সংক্রমণ যতটা বাড়ছে, মানুষের সাবধনতা ততটা বাড়ছে। বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা মানুষদের নিয়ে মানুষের সাবধানতা বাড়ছে। সেক্ষেত্রে প্রশাসনের ওপর নির্ভর না করে নিজেরা উদ্যোগ নিতে শুরু করেছেন বসিরহাট মহকুমার নিমদরিয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷ স্থানীয়দের অভিযোগ, ভিনরাজ্য থেকে আসা গ্রামের যুবকদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল৷ দিনে গ্রামের মানুষের ভয়ে কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে বের হতে দেখা না গেলেও রাতে তাঁদের রাস্তায়, বন্ধ বাজারের সামনে দেখতে পাওয়া যায়। এই খবর প্রকাশ্যে আসতেই  গ্রামবাসীরা কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে পাহারার ব্যবস্থা করেছেন বলে খবর৷

গত কয়েকদিন ধরে বসিরহাট মহকুমায় প্রচুর শ্রমিক বাড়ি ফিরেছেন৷ তাঁদের সকলকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এক্ষেত্রে গ্রামের বিভিন্ন স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে৷ স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছেন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা যুবকরা দিনের বেলায় চুপ থাকলেও রাতে যেখানে সেখানে ঘুরে বেরাচ্ছে। যার জেরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ পরিস্থিতি সামাল দিকে নিমদরিয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের যুবকরা কোয়ারেন্টাইন সেন্টার পাহারা দিতে শুরু করেছেন৷ জানা গিয়েছে,  সন্ধে সাতটা থেকে সকাল সাতটা করে পাহারা দেওয়া শুরু হয়েছে। তাঁদের প্রধান উদ্দেশ্য, কোয়ারেন্টাইন সেন্টার থেকে কেউ বাইরে বের হতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 8 =