কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে পিএম কেয়ারস ফান্ড থেকে টাকা চেয়ে এবার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের পিএম কেয়ারস ফান্ড থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা অর্থ সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যদিও, রাজ্য সরকারের অ্যাপ নির্ভর ‘প্রচেষ্টা’ প্রকল্পে বাংলার শ্রমিকদের জন্য মাসে ১ হাজার টাকা অর্থ সাহায্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী৷ প্রকল্প শুরুর প্রথম পর্বে ‘প্রচেষ্টা’ মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় পর্বে বিপুল আবেদন জমা পড়েছে৷ বাছাই প্রক্রিয়া চললেও এখনও মেলেনি সুবিধা!
আজ টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন, পিএম কেয়ারস ফান্ড থেকে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে অ্যাকাউন্টে অন্ততপক্ষে ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করুক কেন্দ্র সরকার৷ টাকা দেওয়া হোক প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে৷ পিএম কেয়ারস থেকে টাকা সরাসরি বিলি করার দাবিও তুলেছেন তিনি৷ প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ইচ্ছা থাকলেও এই মুহূর্তে আর্থিক সংকটের কারণে সংগতি নেই৷ তবে, করোনা সঙ্কটকালে শ্রমিকদের অন্ততপক্ষে ১০ হাজার টাকা করে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি৷ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, হকারদের ১০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়াও দাবি জানিয়েছেন তিনি৷ করোনা পরিস্থিতিতে খাওয়া মানুষের পাশে দাঁড়াতেই দেওয়া হোক এই অর্থ সাহায্য৷ রাজ্যের ইচ্ছা ছিল কিন্তু সঙ্গতি নেই বলে টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী৷
People have been facing economic hardship of unimaginable proportions bcz of the ongoing pandemic. I appeal to Central Govt to transfer ₹10,000 each as one-time assistance to migrant labourers including people in unorganized sector. A portion of PM-CARES could be used for this.
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2020