পার্থ আমার বন্ধুর মতো, মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এগোতে চাই: রাজ্যপাল

পার্থ আমার বন্ধুর মতো, মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এগোতে চাই: রাজ্যপাল

কলকাতা: গর্জে বর্ষে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন বিতর্ক৷ বাংলার শিক্ষাব্যবস্থা দিকে আঙুল তুলেও রাজ্যের সঙ্গে সমঝতার পথে হাঁটলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও বার্তা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ একই সঙ্গে সকাল-বিকেল রাজ্যকে আক্রমণ করেও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে আগামী দিনে এগিয়ে চলার ঘোষণাও করেছেন তিনি৷

আজ রাজভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানান, পার্থ চট্টোপাধ্যায় বন্ধুর মতো৷ প্রায়ই কথা হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ৩ বার কথা হয়েছে৷ নিয়োগ বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই৷ রাজনীতির ঊর্ধ্বে আলোচনা চালিয়ে যেতে আমি আগ্রহী বলেও জানান রাজ্যপাল৷ নানান বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করা রাজ্যপাল আজ জানান, রাজ্যের কল্যাণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই৷ এখন শিক্ষাক্ষেত্রে বিতর্কের সময় নয়৷ এই ধরনের বিতর্ক শিক্ষা ক্ষেত্রে উপকারে আসে না৷ বর্তমান পরিস্থিতিতে আমি কোনও ধরনের বিতর্ক করতে চাই না৷ আমি মনে করি, এই ধরনের বিতর্ক অবাঞ্চনীয়৷

নিযোগ বিতর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে এগিয়ে চলার বার্তা দিয়ে রাজ্যরাল জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী ও আমি এক পরিসরের মধ্যে কাজ করছি৷ গত ১৫ দিন মুখ্যমন্ত্রী সঙ্গে ফোনে কথা হয়েছে আমার৷ আমি রাজ্যবাসীর কাছে আমার কর্তব্য পালন করছি৷ মুখ্যমন্ত্রী আমাকে কিছু পরামর্শ দিয়েছেন৷ সেই পরামর্শগুলি এড়িয়ে যেতে চাই৷ এখন শিক্ষাক্ষেত্রের বিতর্কের সময় নয়৷ সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও আলোচনা করতে আগ্রহী বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যপাল৷

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়৷ আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেই বিতর্কে কার্যত যবনিকা টানলেন রাজ্যপাল৷ জগদীপ ধনকরের বিরুদ্ধে ‘মস্তানি’র মতো চাঞ্চল্যকর অভিযোগ তোলেন খোদ শিক্ষামন্ত্রী৷ রাজ্যের সুপারিশ পরিবর্তন করে প্রাণীবিদ্যার অধ্যক্ষকে সহ-উপাচার্য পদে নিয়োগ করেন রাজ্যপাল৷ সেই নিয়োগ উড়িয়ে রাজ্য সরকারের তরফে অন্য একজনকে নিয়োগ করা হয়৷ এক পদে দুই ব্যক্তিকে নিয়োগ ঘিরে শুরু হয় রাজ্য-রাজভবন সংঘাত৷ এবার সেই সংঘাত পর্বে জল ঢেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফের ‘বিবাদ’ মেটানোর চেষ্টা করলেন রাজ্যপাল৷ মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ যদিও এর আগেও সংঘার্ত জারি রেখে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পথে হেঁটেছেন রাজ্যপাল৷ গত বাজেট অধিবেশনে রাজ্যের লিখে দেওয়া ভাষণ পাঠ করেন রাজ্যপাল৷ কিন্তু, রাজ্যের লিখে দেওয়া ভাষণ রাজ্যপাল পড়বেন কি না, তা নিয়ে তৈরি হয় বিতর্ক৷ কিন্তু, বিতর্কে কাটিয়ে রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যের লিখে দেওয়া ভাষণ পাঠ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 6 =