রোম: করোনার জেরে ইতালিতে মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বকে চিন্তায় ফেলেছে। সেখানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। প্রতিদিন শ'য়ে শ'য়ে মৃত্যুর খবর আসছে। শুক্রবার একদিনে ৬২৭ জনের মৃত্যুর খবর এসেছিল। শুধু শনিবারের হিসেবে সেই সংখ্যা হয়েছে ৭৯৩।
করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুমিছিলের খবর প্রথম এসেছিল চীন থেকে। সরকারি হিসেব অনুসারে, সেই দেশে ৩ হাজারেরও বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে চীন, এমনই জানানো হয়েছে সেই দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। তবে স্বস্তিতে নেই ইতালি। ২১ মার্চ সন্ধে ৬ টায় দেওয়া সেই দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান হিসেবে সেখানে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৪৮২৫। তার মধ্যে শুধু শনিবারেই মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। শুক্রবার সেই সংখ্যা ছিল ৬২৭। প্রতিদিন শ'য়ে শ'য়ে মৃত্যুর ঘটনার জেরে করোনা নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে।
স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে এই দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অন্ধ্রপ্রদেশে ৩ জন, ছত্তিশগড়ে ১ জন, দিল্লিতে ২৬ জন, গুজরাটে ১৪ জন, হরিয়ানায় ৩ জন, হিমাচলপ্রদেশে ২ জন, কর্নাটকে ২০ জন, কেরলে ৪৫ জন, মধ্যপ্রদেশে ৪ জন, মহারাষ্ট্রে ৬০ জন, উড়িষ্যায় ২ জন, পন্ডিচেরিতে ১ জন, পাঞ্জাবে ১৩ জন, রাজস্থানে ২২ জন, তামিলনাড়ুতে ৪ জন, তেলঙ্গানায় ১০ জন, চণ্ডীগড়ে ৫ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, লাদাখে ১৩ জন, উত্তরপ্রদেশে ২৪ জন, উত্তরাখণ্ডে ৩ জন এবং পশ্চিমবঙ্গে ৪ জন। সব মিলিয়ে এই দেশে ২৮৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়াও বিদেশি রয়েছেন ৪১ জন। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৩২৪। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দিল্লি (১), কর্নাটক (১), মহারাষ্ট্র (২) ও পাঞ্জাবে (১) মোট ৫ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।