১০ হাজার টাকা দেবে সরকার, ৩০ দিনে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ হাজার টাকা দেবে সরকার, ৩০ দিনে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা আবহে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের আরও একদফা অর্থ সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে সুন্দরবনে মাত্র এক মাসের মধ্যে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণ করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে সমস্ত জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর এখনও বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়ে আছে৷ কয়েক জায়গায় জল জমে আছে৷ বিদ্যুৎ দফতর ভাল কাজ করছে৷ ঝড়ের পর বিদ্যুৎ দফতর দ্রুত কাজ শুরু করেছে৷ দক্ষিণ ২৪ পরগনা জয়নগর, মথুড়া, ক্যানিং, হাওড়া, বাদুড়িয়া, সন্দেশখালিতে কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর ফের প্লাবনের আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, আগামী ৬ তারিখ একটা জোয়ার আসছে৷ এর জন্য প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে৷ বাঁধ সরানোর চেষ্টা চলছে সাধ্যমতো৷ রাজ্য সরকার চেষ্টা করছে পরিস্থিতি মোকাবিলা করাতে৷

এরপর বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী? জানান, ঘূর্ণিঝড়ের জেরে অনেকে মস্যৎজীবীর নৌকা ভেঙে গিয়েছে৷ মৎস্য দফতরের তরফে ছোট নৌকার ক্ষেত্রে মৎস্যজীবীদের ১০ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে৷ মৎস্যজীবীদের এই টাকা উপকারে লাগবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ এরপর মুখ্যমন্ত্রী জানান ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ক্ষতি হয়েছে৷ সবুজ নষ্ট হয়ে যাচ্ছে৷ আর সেই ক্ষতি পূরণ করার জন্য সুন্দর বনে আগামী এক মাসের মধ্যে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তার তথ্য দেন মুখ্যমন্ত্রী৷ জানান, স্নেহের পরশ ও প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে হাজার টাকা করে অর্থ সাহায্য করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *