কোয়ারেন্টিন সেন্টারে অব্যবস্থা, ভাঙচুর জনতার! থানায় ধর্না কান্তির

কোয়ারেন্টিন সেন্টারে অব্যবস্থা, ভাঙচুর জনতার! থানায় ধর্না কান্তির

আলিপুর: উস্তিতে কোয়ারেন্টিন সেন্টার নিয়ে ধুন্ধুমার৷ কোয়ারেন্টিন সেন্টারে অব্যবস্থার অভিযোগ ঘিরে বিক্ষোভ৷ পুলিশের গাড়ি ভাঙচুর জনতার৷ পুলিশের উপর হামলার অভিযোগ৷ পুলিশের উপর হামলার দায়ে ১২ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে ধর্না সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের৷ ধর্নায় বসে পুলিশের সঙ্গে বচসায় গড়ান কান্তি৷ কোয়ারেন্টিনে অব্যবস্থার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন৷

ঘটনার সূত্রপাত গতকাল রাতে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে শ্রমিকদের জন্য কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়৷ অভিযোগ, গত ৩০ মে থেকে কোয়ারেন্টিনে সরকারিভাবে কোনও খাবার পাচ্ছেন শ্রমিকরা৷ রয়েছে  পানীয় জলের চূড়ান্ত সমস্যা৷ এই অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরে খবর ছড়িয়ে কোয়ারেন্টিনে থাকা শ্রমিকদের পরিবারের মধ্যে৷ স্থানীয় বাসিন্দারা শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন৷ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ বাহিনী৷ এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ শুরু হয় ইট বৃষ্টি৷ ৬-৭ জন পুলিশকর্মী গ্রামবাসীদের হামলায় জখন হন৷ পাল্টা পুলিশি প্রতিরোধে জখম হন বেশ কয়েকজন বাসিন্দা৷ পুলিশের উপর হামলাপ অভিযোগ তুলে গত রাতেই বেশ কয়েকজনকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ৷ স্থানীয়দের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে উস্তি থানার সামনে ধর্নায় বসেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷ থানার সামনে কেন ধর্না? পুলিশের প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ফেলেন কান্তি গঙ্গোপাধ্যায়৷ অশক্ত শরীরে থানার গেটের বাইরে ধর্নায় বসে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ পরে কিছুটা নরম হয় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান কান্তি গঙ্গোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *