ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার, ত্রাণ সংগ্রহ শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার, ত্রাণ সংগ্রহ শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির

ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকার আমফান বিধ্বস্ত সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নিল ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি৷

এমনিতেই ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য রাজ্যগুলির মতো অচল হয়ে পড়েছে৷ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বভাবিক জীবন যাপনে তার প্রভাব পড়েছে৷ ভিন রাজ্য থেকে কাজ হারিয়ে বাংলায় ফিরে আসা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের জীবন, জীবিকার এখন অনিশ্চিত৷ এরই মধ্যে শতাব্দীর সবথেকে শক্তিশালী সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলা সমস্যা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে তুলেছে৷ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় হাজার হাজার কাঁচা বাড়ি প্রায় নিশ্চিহ্ন৷ হাজার হাজার গাছ উপড়ে, ফলের বাগানগুলি যেমন নষ্ট হয়েছে, তেমনই ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত মাঠের ফসল, সবজি, পুকুর ও মাছের ভেড়িগুলি৷ ফলে লক্ষ লক্ষ মানুষ শুধু গৃহহীন হননি, তাদের সামান্য জীবিকাটুকুও হারিয়েছেন৷ অর্থাৎ তাঁদের বেঁচে থাকার ন্যূনতম খাদ্য,বস্ত্র বাসস্থানটুকুও অনিশ্চিত হয়ে পড়েছে৷

ইতিমধ্যেই রাজ্যে উদ্ভূত করোনা পরিস্থিতিতে পরিস্থিতিতে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়েছে৷ এবার আমফানে সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে সকল শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ব্যক্তির কাছে পুনরায় আর্থিক অনুদানের আবেদন জানিয়েছেন কমিটির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার  সভাপতি পঞ্চানন ময়রা ও জেলা সম্পাদক অনিমেষ হালদার৷

সমিতির সর্বসম্মতি ক্রমে গঠিত ত্রাণ তহবিলের মাধ্যমে সংগৃহীত অর্থে প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কিনে সরাসরি দুর্যোগপীড়িত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষক সমাজের এই উদ্যোগ দুর্গতদের বাড়তি মনোবল জোগাবে বলেই মনে করছেন তাঁরা৷ করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের সাহায্যার্থে এর আগে যারা এগিয়ে এসেছিলেন তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পুনরায় সাধ্যমত সাহায্য করার আবেদন জানানো হয়েছে৷

আগামী ১১ জুনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির অ্যাকাউন্টে অনলাইনে ত্রানতহবিলের আর্থিক অনুদান জমা করানোর আর্জি জানানো হয়েছে৷ অনুদানের জন্য নির্দিষ্ট করা হয়েছে ন্যূনতম ১০০০/- টাকা৷ তবে মানবিক উদ্যোগ হিসেবে এর থেকে কম বা বেশী অর্থ সাহায্য করবেন যারা, তাদের সকলকে স্বাগত জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে৷ ত্রাণের বন্দোবস্ত ও বণ্টন সহ সমস্ত প্রক্রিয়াটিতে নেতৃত্ব দেবেন প্রাক্তন জেলা সম্পাদক ও বর্তমানে কমিটির জার্নালের ‘শিক্ষাবার্তা’ সহ-সম্পাদক কানাইলাল দাস ও বর্তমান জেলা সভাপতি পঞ্চানন ময়রা৷

অনলাইনে যে অ্যাকাউন্টে অর্থিক অনুদান পাঠানো যাবে-
Bank Name: ALLAHABAD BANK
Branch: SUBUDDHIPUR BRANCH (BARUIPUR)
A/C Holder's Name: STEA SOUTH 24 PARGANAS DIST COMMITTEE
A/C No: 50461919709
IFSC: ALLA0210834

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =