লকডাউন কেন শিথিল? হলফনামা চাইল হাইকোর্ট

লকডাউন কেন শিথিল? হলফনামা চাইল হাইকোর্ট

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: দেশ ও বাংলাজুড়ে যখন লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ঠিক তখনই শিথিল হয়েছে লকডাউন৷ চালু হয়েছে আনলক ওয়ান পর্ব৷ কিন্তু সংক্রমণ বাড়ালেও আচমকা কেন লকডাউন শিথিল করে নেওয়া হল? জানতে চেয়ে এবার কেন্দ্র ও রাজ্যের থেকে হলফনামা চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট৷

করোনা আবহে লকডাউন লকডাউন কেন শিথিল করা হল? জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা৷ মামলাটি দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস৷ আজ, শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলার শুনানি ছিল৷ ভিডিও কনফারেন্সেরে মাধ্যে চলে মামলার শুনানি৷

মামলাকারীর তরফে মামলার শুনানিপর্বে বেশ কিছু বিষয়ে সওয়াল করা হয়৷ জানানো হয়, লকডাউন শুরু হয়েছিল বিশেষজ্ঞদের পরামর্শ মেনে৷ কিন্তু শিথিল করার ক্ষেত্রে কি কোনও পরামর্শ নেওয়া হয়েছে? সংক্রমণ যখন বাড়ছে, তখন কেন লকডাউন শিথিল করা হল? তাতে সংক্রমণ ছড়িয়ে পড়লে এর দায় কার? শুনানিতে ওঠে প্রশ্ন৷ শুনানির পর আনলক ওয়ান পর্বের কারণ জানতে চেয়ে কেন্দ্র ও রাজ্যের জবাব চেয়ে হলফনামা তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১১ জুনের মধ্যে হলফনামা জমা দিতে হবে৷ হলফনামায় খতিয়ে দেখবে ডিভিশন বেঞ্চ৷ তারপর মামলার পরবর্তী শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *