আর্নিং নেই, টাকা বার্নিং হচ্ছে, তাও বেতন-পেনশন দিতে হচ্ছে: মমতা

আর্নিং নেই, টাকা বার্নিং হচ্ছে, তাও বেতন-পেনশন দিতে হচ্ছে: মমতা

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মঞ্চে দাঁড়িয়ে ফের সরকারি কর্মচারীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ভোগ ও দুর্যোগের মধ্যেও রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাস পয়লা পয়লা বেতন দিচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আজ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড়৷ সব একসঙ্গে৷ আমাদের এই দুর্যোগ এবং দুর্ভোগের মধ্যে সব মোকাবিলা করতে হয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও কাজ তো কখনও থেমে থাকে না৷ কাজ কাজের মত চলবে৷ আপনারা জানেন, আমরা ৮-৯ দিনের মধ্যে প্রায় ২৫ লক্ষ কৃষকের কাছে তৎকালীন সাহায্যে টাকা পৌঁছে দিয়েছি৷ ইতিমধ্যে ৫ লক্ষ গৃহ হারিয়েছিলেন, তাদের কাছে আমরা টাকা পৌঁছে দিয়েছি৷ প্রায় ১ লক্ষ পানবরজ ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে৷ এভাবে উদ্ধার কাজ থেকে শুরু করে ত্রাণ, আমরা প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা ছেড়ে দিয়েছি৷ এছাড়াও আমাদের অনেক টাকা লাগবে৷’’

এরপর সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, ‘‘আপনারা জানেন, গত তিন মাস ধরে কারোর কোন ইনকাম নেই৷ আমাদেরও প্রতিমাসে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা করে রাজস্ব আদায় নষ্ট হয়েছে৷ আমাদের টাকাটা বার্নিং হয়েছে৷ কারণ, পয়লা তারিখ হলেই আমাদের মাইনে দিতে হয়৷ পেনশন দিতে হয়৷ তার জন্য সরকারের কয়েক হাজার কোটি টাকা লাগে৷ আজ দিল্লি সরকার সাংসদদের টাকা ৩০% কেটে নিয়েছে৷ সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিয়েছে৷ মহার্ঘ ভাতা দিচ্ছে না৷ বারো মাসে বারো দিনের বেতন কেটে নিচ্ছে৷ অনেক সরকার প্রতি শতাংশ বেতন দিতে পারছে না৷ কিন্তু একমাত্র সরকার পশ্চিমবঙ্গ, মনে রাখবেন ৫৫ হাজার কোটি টাকা দেনা শোধ করে আমরা কিন্তু মাস পহেলা বেতন জুগিয়ে যাচ্ছি৷ কারও থেকে এক পয়সা না কাটিনি৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা, যাঁরা পেনশন পান, কৃষক আছে বিধবা ভাতা আছে৷ আরও অন্যান্য শ্রেণি আছে৷ তাদের ভাতাও আমরা বাড়িয়ে দিয়েছে৷ তাদের পেনশনের দু’মাসের টাকা আগাম টাকা চলে গেছে৷ যাতে অসুবিধা না হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 12 =