এই প্রথম করোনা আক্রান্ত বাংলার ২ বিচারক, বাড়ছে উদ্বেগ

এই প্রথম করোনা আক্রান্ত বাংলার ২ বিচারক, বাড়ছে উদ্বেগ

কলকাতা: লকডাউন শিথিল করে ইতিমধ্যেই আনলক পর্ব শুরু হয়েছে৷ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে বটে, কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করো না পরিস্থিতি৷ এবার উদ্বেগ বাড়িয়ে শহর কলকাতায় প্রথম করোনা আক্রান্ত হলেন ২ বিচারক৷

আলিপুর আদালতে দু’জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ এই প্রথম কলকাতার কোন আদালতের বিচারক করোনায় আক্রান্ত হলেন৷ এর আগে কলকাতা হাইকোর্টের এক গাড়ির চালক করনা আক্রান্ত হন৷ এবার সরাসরি করোনা পজিটিভ হলেন আলিপুর আদালতের ২ বিচারক৷

জানা গিয়েছে, গত ৩ জুন করা হয়েছিল এক বিচারকের নমুনা সংগ্রহ৷ সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর৷ গত 28 মে আরও এক বিচারক হাজির ছিলেন এজলাসে৷ কাজে অংশ নিয়েছিলেন তিনি৷ পরে তিনিও আক্রান্ত হন বলে আদালত সূত্রে খবর৷ এই দুই বিচারকের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁর খোঁজখবর নেওয়ার কাজ শুরু হয়েছে বলে খবর৷ পরপর দু’বিচারক করোনা আক্রান্ত হওয়ার খবরে আদালত চত্বরে বাড়ছে উদ্বেগ৷ নতুন করে আদালত খোলার বিষয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =