রাজ্যকে বিপুল অর্থ মেটালো কেন্দ্র, তবুও ঝুলে জিএসটি বকেয়া

রাজ্যকে বিপুল অর্থ মেটালো কেন্দ্র, তবুও ঝুলে জিএসটি বকেয়া

be2994b60adde99d223d0fe364eec79b

কলকাতা: কেন্দ্র রাজ্য সংঘাত আবহে ফের রাজ্যকে বকেয়া মোটা অর্থ মেটাল কেন্দ্র৷ জিএসটি খাতে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের টাকা পাঠানো হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ তবে, টাকা মেটানো হলেও এখনও থেকে গিয়েছে বেশ কিছু বকেয়া৷

জানা গিয়েছে, জিএসটি খাতে রাজ্যের প্রাপ্য বাবদ ১ হাজার ৪৪৪ কোটি টাকা দেওয়া হচ্ছে৷ তবে নবান্ন সূত্রে জানা খবর, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত জিএসটি খাতে কেন্দ্রের কাছে রাজ্যের মোট পাওনা রয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকার কাছাকাছি৷  কিন্তু, তারমধ্যে এসেছে ১ হবাজার ৪৪৪ কোটি টাকা পাঠানো হচ্ছে৷ ফলে, ফেব্রুয়ারি মাসে জিএসটি খাতে কেন্দ্রের থেকে রাজ্যের বয়েকা রয়ে গেল ৪০০ কোটি টাকা৷ এই ৪০০ কোটি টাকা ধরে আগামী মে পর্যন্ত রাজ্যের মোট পাওনা এক লাফে বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৬০০ কোটি টাকা৷ কিন্তু, ফেব্রুয়ারি তুলোনায় গত মে মাসে রাজ্যে ব্যবসা-বাণিজ্য কিছুটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে৷

রাজ্যের আয় নেই বলে শুক্রবার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছিলেন,  ‘‘গত তিন মাস ধরে কারোর কোন ইনকাম নেই৷ আমাদেরও প্রতিমাসে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা করে রাজস্ব আদায় নষ্ট হয়েছে৷ আমাদের টাকাটা বার্নিং হয়েছে৷ কারণ, পয়লা তারিখ হলেই আমাদের মাইনে দিতে হয়৷ পেনশন দিতে হয়৷ তার জন্য সরকারের কয়েক হাজার কোটি টাকা লাগে৷ আজ দিল্লি সরকার সাংসদদের টাকা ৩০% কেটে নিয়েছে৷ সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিয়েছে৷ মহার্ঘ ভাতা দিচ্ছে না৷ বারো মাসে বারো দিনের বেতন কেটে নিচ্ছে৷ অনেক সরকার প্রতি শতাংশ বেতন দিতে পারছে না৷ কিন্তু একমাত্র সরকার পশ্চিমবঙ্গ, মনে রাখবেন ৫৫ হাজার কোটি টাকা দেনা শোধ করে আমরা কিন্তু মাস পহেলা বেতন জুগিয়ে যাচ্ছি৷ কারও থেকে এক পয়সা না কাটিনি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *