সুরক্ষা বলয়ে ঘিরে ফেলুন নিজেকে, মেনে চলুন জরুরি কিছু নিয়ম

সুরক্ষা বলয়ে ঘিরে ফেলুন নিজেকে, মেনে চলুন জরুরি কিছু নিয়ম

884c989528d8a79e9b1e7ff8e43d017f

কলকাতা: করোনা বদলে দিয়েছে জীবনের চেনা ছন্দ৷ আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী এখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর গ্লাভস৷ প্রতিটি ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেনসিং এখন মাস্ট৷ জীবন বাঁধা পড়েছে একগুচ্ছ নিয়মের জালে৷ এদিকে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে আনলক ওয়ান৷ সোমবার থেকে রাজ্যে খুলে গিয়েছে প্রায় সমস্ত অফিস৷ খুলেছে রেস্তোরাঁ-শপিং মল, ধর্মীয় স্থান৷ এই অবস্থায় আরও বেশি সচেতন হতে হবে মানুষকে৷

বাড়ি থেকে বেরনোর সময় অতিঅবশ্যই আমাদের যা যা করতে হবে-

70b51ff1e4a72da263ef8464b9e02300

* প্রথমত, হল মাস্ক৷ নিরাপদে থাকতে বাড়ি থেকে বেরনোর সময় দুটি মাস্ক একসঙ্গে পরে নিন৷
* ফুল হাতা পোশাক এবং পা ঢাকা জুতো পরতে পারলে ভালো৷ 
* মেয়েরা বেরনোর সময় চুল বেঁধে রাখুন৷ এই সময় কোনও অলঙ্কার না পরাই ভালো৷
* এবার থেকে বাড়ির বাইরে পা রাখলেই সঙ্গে রাখুন করোনা কিট৷ এই কিটের মধ্যে থাকবে লিকুইড সাবান, জলের বোতল, একাধিক রুমাল, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু পেপার৷ 

অফিস-কাছারি শুরু মানেই গণপরিবহণে চাপতে হবে আপনাকে৷ বাসে-ট্রামে চাপার আগে খেয়াল রাখতে হবে-

91f06ac548f057638ce57a2451b8a9ba

* বাতানুকূল গণপরিবহণ এড়িয়ে চলার চেষ্টা করুন৷ 
* গণপরিবহণে ওঠার সময় মাথায় টুপি বা ডিজপোজেবল ক্যাপ ব্যবহার করুন৷ 
* কোনও সহযাত্রীর মুখোমুখি দাঁড়াবেন না৷ 
* যানবাহনের হ্যান্ডেল ধরার আগে টিস্যু পেপার ব্যবহার করুন৷ 
* পাওয়ার না থাকলেও এবার থেকে ভিড়ের মধ্যে চোখে চশমা পড়ার অভ্যাস তৈরি করে ফেলুন৷ 
* হাত স্যানিটাইজ না করে চোখে-নাকে-মুখে হাত দেওয়ার অভ্যাস ত্যাগ করুন৷ এমনকী অযথা চুলেও হাত দেবেন না৷ 

অফিসে কী ভাবে থাকতে হবে-

21e4925473f394f4e56c8509eeef5779

* সম্ভব হলে অফিসে ঢুকে রাস্তার জামা-রুমাল বদলে ফেলুন৷ 
* অফিসেও কিন্তু কলিগদের সঙ্গে সোশ্যাল ডিস্টেনসিং মাস্ট৷ 
* অন্যের চায়ের কাপ বা জলের বোতল ব্যবহার করবেন না৷ 

রাস্তায় বেরলো হামেশাই পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় আমাদের৷ সেক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে-

* হাত ধোয়ার পর পরিষ্কার হাতে কল বন্ধ করলে কিংবা টয়লেটের দরজায় হাত দিলে, হাত ধোয়ার মানেই থাকে না৷ সেক্ষেত্রে টিস্যু পেপার ব্যবহার করার চেষ্টা করুন৷ 
* সুইং জরজা খোলার ক্ষেত্রে পায়ের ব্যবহার করা যেতে পারে৷ কাঁধ দিয়ে ঠেলেও দরজা খুলতে পারেন৷ 
*মুখ ধোয়ার প্রয়োজন ছাড়া মাস্ক একদমই সরাবেন না৷ 

আনলক ওয়ানে খুলে গিয়েছে রেস্তোরাঁ-শপিং মল৷ এসব জায়গায় কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন-

6dbcc1c029d46d00791ccf2f3bed306f

* নদগ টাকার বদলে কার্ডের মাধ্যমে লেনদেনের চেষ্টা করুন৷
* টেবিল ন্যাপকিন হিসাবে ডিসপোজেবল টিস্যু ব্যবহার করুন৷
* বাতানুকূল রেস্তোরাঁয় সোশ্যাল ডিস্টেনসিং ও নিরাপদ নয়৷ এখানে মাস্ক খোলা একেবারেই উচিত নয়৷ এক্ষেত্রে বাড়িতে খাবার প্যাক করিয়ে আনাই ভালো৷ 

বাড়ি ফেরা পরও মানতে হবে একগুচ্ছ নিয়ম-

b3346fb2f75fbed1f6f266ffa7d7a88e

* বাড়ি ফিরে সবার আগে হ্যান্ড স্যানিটাইজ করে নিন৷ 
* জুতো বাইরের দিকে খোলার চেষ্টা করুন৷ 
* ব্যাগ, পার্স, ওয়ালেট, বাক্স, মোবাইল, ট্যাব, চাবি প্রতিটি জিনিস স্যানিটাইজ করে রাখুন৷ 
* রাস্তার পোশাক সাবান জলে ডোবানের পর মাস্ক খুলবেন৷ 
* বাড়ি ফিরে অবশ্যই স্নান করুন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *