২১ জুন মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকবে বাংলা, দিনে নামবে অন্ধকার!

২১ জুন মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকবে বাংলা, দিনে নামবে অন্ধকার!

কলকাতা: আজ থেকে ১০০ বছর পরেও মনে রাখা হবে ২০২০ সালটিকে। কারণ সহজেই অনুমেয়, করোনা ভাইরাস। বাংলার মানুষ তো আরও বেশি করে মনে রাখবে কারণ ভয়াবহ সাইক্লোন আমপান আছড়ে পড়েছে এই বছরেই। ওদিকে মহারাষ্ট্রের মানুষ মনে রাখবে নিসর্গের জন্য। একই বছরে এতগুলো দুর্যোগ আগে আর কখনও এসেছে কি না সন্দেহ। দুর্যোগ ছাড়াও অন্যান্য প্রাকৃতিক ঘটনাও রয়েছে। যেমন ৬ জুন ঘটে গেল চন্দ্রগ্রহণ। এবার পালা সূর্যগ্রহণের। হ্যাঁ, আগামী ২১ জুন সূর্যগ্রহণ ঘটবে। ভারতের উত্তরাংশ থেকে ছাড়াও দেখা যাবে পাকিস্তান, চীন এবং আফ্রিকা মহাদেশ থেকে। কলকাতা থেকে প্রায় ৭০ শতাংশ গ্রহণ দেখা যাবে। কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা বেজে ৪৬ মিনিটে।

বছরের দীর্ঘতম দিন যাকে ভূগোল বিজ্ঞানের পরিভাষায় বলা হয় সামার সলস্টিস, সেই ২১ জুন দেখা যাবে এই আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য। যে স্থান থেকে প্রথম আংশিক গ্রাস লক্ষ করা যাবে সেখানে গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫-য়। এই এলাকার মানুষ গ্রহণের সর্বোচ্চ দশা দেখতে পারবেন দুপুর ১২টা ১০-এ। যে এলাকা থেকে প্রথম পূর্ণগ্রাস দেখা যাবে সেখানে গ্রহণ লাগবে সকাল ১০টা ১৭-য়। শেষতম যে স্থান থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে সেখানে এই ঘটনার পরিসমাপ্তি ঘটবে দুপুর ২টো বেজে ২মিনিটে। আংশিক গ্রহণ শেষতম যে এলাকা থেকে দেখা যাবে সেখানে গ্রহণ কাটবে দুপুর ৩টে চার মিনিটে। অর্থাৎ সবমিলিয়ে মোট ছ’ ঘণ্টা ধরে বিভিন্ন এলাকা থেকে দেখা যাবে এই প্রাকৃতিক বিস্ময়।

পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখনই সূর্যগ্রহণ দেখা যায়। খালি চোখে এই ঘটনা প্রত্যক্ষ করা উচিত নয় কারণ তাতে চোখের ক্ষতি হতে পারে। ২১ জুনের ক্ষেত্রেও একই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে নাসা। যাঁদের আকাশ দেখতে ভালবাসেন তাঁদের দূরবীন, টেলিস্কোপ অথবা অপটিক্যাল ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *