দ্বিগুণ হারে বাড়বে বাস ভাড়া, প্রস্তাব গেল রাজ্যের টেবিলে

দ্বিগুণ হারে বাড়বে বাস ভাড়া, প্রস্তাব গেল রাজ্যের টেবিলে

কলকাতা: করোনা মহামারী আবহে ফের বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিল বাস মালিক সংগঠনগুলি৷ রেগুলেটরি কমিটির কাছে বর্ধিত হারে বাস ভাড়া প্রস্তাব জমা করেছে বাস মালিক সংগঠনগুলি৷।  বাস মালিক সংগঠনগুলির দেওয়া বর্ধিত বাস ভাড়ার সুপারিশ রাজ্য সরকারের টেবিলে পাঠাবে রেগুলেটরি কমিটি৷ রাজ্য সরকারের চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে নতুন ভাড়া৷

কিন্তু করোনা আবহে ঠিক কত টাকা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে? জানা গিয়েছে এই মুহূর্তে ৪ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া ছিল ৭ টাকা৷ এখন প্রস্তাব দেওয়া হয়েছে ১০ টাকা করার৷ ৪ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৯ টাকা৷ প্রস্তাব দেয়া হয়েছে ১৩ টাকা করার৷ ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ছিল ৯ টাকা, এখন তা বাড়িয়ে ১৬ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ছিল ১০ টাকা৷ প্রস্তাব দেওয়া হয়েছে ১৯ টাকা৷ ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ছিল ১১ টাকা৷ প্রস্তাব দেওয়া হয়েছে ২২ টাকা৷ ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ১২ টাকা৷ প্রস্তাব দেওয়া হয়েছে ২৫ টাকা৷

যদিও মালিকপক্ষের তরফে এই বর্ধিত ভাড়া সুপারিশ করা হলেও সরকারের তরফ চূড়ান্ত অনুমোদনের পর তা কার্যকর হবে৷ করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে যখন মানুষের উপার্জন কমেছে তখন দ্বিগুণ-তিনগুণ হারে ভাড়া বৃদ্ধি জনতাকে আরও অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ বর্ধিক ভাড়া কার্যকর হলে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলবেন সাধারণ যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *