করোনা আবহে বেহাল নিকাশি, বর্ষার আগে ঢেলে সাজাতে তৈরি পুরসভা

করোনা আবহে বেহাল নিকাশি, বর্ষার আগে ঢেলে সাজাতে তৈরি পুরসভা

কলকাতা: বর্ষার আগে শহরের জল নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হল কলকাতা পুর নিগম। দিন কয়েক আগে ঘূর্ণিঝড় উমপুনের সময় শহরের নিকাশীর বেহাল দশা সামনে এসেছে।করোনা আবহে নিকাশি নালা থেকে পলি সরানোর কাজ ব্যাহত হয়। এমত অবস্থায়  নালা থেকে আরো বেশি পরিমাণ পলি উত্তোলনের মাধ্যমে শহরে বৃষ্টির জমা জল দ্রুত অপসারণের লক্ষ্যে কলকাতা পুর নিগম আরো ৭৪ টি ম্যানহোল ডি-সিলটিং মেশিন কাজে নামাচ্ছে।

পুরভবনের সামনে এই মেশিনগুলির উদ্বোধন করেন পুর নিগমর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমন্ডলীর সদস্য তারক সিং। তারকবাবু বলেন, গত ৫ বছরে শহরের নিকাশি নালা থেকে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫০০ মেট্রিক টন পলি তোলা হয়েছে। এর ফলে সাম্প্রতিক ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে শহরে প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হলেও আড়াই ঘন্টার বেশি জল দাঁড়ায় নি। শহরের সর্বত্র আসন্ন বর্ষায় দ্রুত জল অপসারণের সুবিধার্থে কোনো এলাকায় গালিপিটের সংখ্যা বাড়াতে হবে কিনা, গালিপিট সংস্কার করতে হবে কিনা সেই বিষয়টি ইঞ্জিনিয়াররা বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখছেন বলে তারকবাবু জানান। ৭৪ টি নতুন ডিসিলটিং মেশিন আসার ফলে পুর নিগমর ডিসিলটিং মেশিনের সংখ্যা বেড়ে হলো ১৪৪। তারকবাবু জানান, প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে মেশিন বরাদ্দ করা হবে। জরুরি ছাড়া এবার থেকে শুধু দিনের বেলাই পলি উত্তোলনের কাজ হবে।

এদিকে, পুর নিগমর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, মধ্য কলকাতার ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ এলাকায় দ্রুত বৃষ্টির জমা জল অপসারণের জন্য মধ্য কলকাতা থেকে পামারবাজার পর্যন্ত বক্স ড্রেন পলিমুক্ত করার জন্য ইতিমধ্যেই বিশদ প্রকল্প রিপোর্ট তৈরি হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =