কলকাতা: ‘করোনা এক্সপ্রেস’ বিতর্কে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি কখনও শ্রমিক স্পেশাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলেননি, বলেছে তো পাবলিক৷
মঙ্গলবার দিল্লি থেকে বাংলায় ভার্চুয়াল জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সভা থেকে ‘করোনা এক্সপ্রেস’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহ৷ জানিয়ে দেন, ‘‘শ্রমিক স্পেশাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে মমতা দিদি শ্রমিকদের অপমান করেছেন৷ এই ‘করোনা এক্সপ্রেস’ তৃণমূলকে বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার পথ দেখিয়ে দেবে৷ কারণ, এই শ্রমিকরা ভুলতে পারবেন না তাঁদের যন্ত্রণার কথা৷’’
অতিম শাহের অভিযোগের ২৪ ঘণ্টা পর ননবান্নে বসে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘‘আমি কিন্তু করোনা এক্সপ্রেস বলিনি, বলেছি পাবলিক বলছে৷ আমার প্রথম দিনের বক্তব্য শুনলে বুঝতে পারবেন৷’’
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়ে রেলের অব্যবস্থার প্রসঙ্গে বলতে গিয়ে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ প্রসঙ্গে রাজ্যজুড়ে হইচই পড়ে যায়৷ দিল্লির রাজনীতির ময়দানেও তা সরাসরি প্রভাব ফেলে৷ মঙ্গলবার ভার্চুয়াল সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে অমিত শাহ তুলে আনেন ‘করোনা এক্সপ্রেস’ প্রসঙ্গে৷ আজ তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
11 lakh migrant labourers have returned to the state already, 30 thousand are yet to come. I never called the trains 'Corona Express', it was the public who called it that: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/TcndvNDYxz
— ANI (@ANI) June 10, 2020
জানান, তিনি কখনও ‘করোনা এক্সপ্রেস’ বলেননি৷ কেননা, শ্রমিকদের জন্য সহানুভূতির সঙ্গে রাজ্য সরকার কাজ করেছে৷ তাঁদের সহযোগিতা করা হচ্ছে৷ এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লকডাউনের আগে পরিকল্পনা করে শ্রমিক স্পেশাল চালিয়ে যদি সকলকে বাড়ি পৌঁছে দিতেন, তাহলে তাঁদের অসহায় হয়ে দিন কাটাতে হত না৷’’ এরপর মুখ্যমন্ত্রীর যুক্ত, ‘‘বাংলা থেকে কেউ কিন্তু ফিরে যেতে চাননি, কারণ, তাঁরা যত্নে রয়েছেন, কাজ রয়েছে এখানে৷’’