লাশ-বিতর্ক: ‘বিচ্ছিন্ন ঘটনা’, স্বরাষ্ট্র দফতর! ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে: রাজ্যপাল

লাশ-বিতর্ক: ‘বিচ্ছিন্ন ঘটনা’, স্বরাষ্ট্র দফতর! ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে: রাজ্যপাল

82c30d1112fd9de6d93a7cb75d3b36e1

কলকাতা: বীভৎস, অমানবিক, লোহার আঁকশি দিয়ে গাড়িতে তোলা হচ্ছে একের পর এক পচাগলা মৃতদেহ৷ গড়িয়া মহাশ্মশানের বাইরে ভাইরাল হওয়া ভিডিও ঙঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে৷ আর এই ভাইরাল ভিডিও ফুটেজকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজ্য-রাজভবন তরজা৷ গোটা ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন রাজ্যে সাংবিধানিক প্রধান৷ পাল্টা রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট বার্তায় জানিয়ে দেওয়া হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা৷ মৃতদেহ সম্মান জানাতে জানে সরকার৷

মৃতদেহের সঙ্গে এমন অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ এই বিষয়ে কলকাতার পুরো কমিশনারকে রাজভবনে ডেকে কথা বলেন রাজ্যপাল৷ এর পর তিনটি টুইট করেন রাজ্যপাল৷ জানান, ‘‘কলকাতার পুরো কমিশনার বিনোদ কুমার আমাকে মৃতদেহ সৎকারের করুন কাহিনী শুনিয়েছেন৷ হাসপাতলে ভর্তি এবং সৎকার পর্যন্ত ১৪টি মৃতদেহ সম্পর্কে যাবতীয় তথ্য তিনি দিয়েছেন আমাকে৷ আমাকে আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় যারা জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ এমন ভয়ঙ্কর ঘটনা সকলকে চমকে দিয়েছে৷’’

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজকে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, ‘‘মৃতদেহ সৎকারে এমন অশোভনীয়, নীতি-বিরুদ্ধ আচরণ সর্বতোভাবে নিন্দাযোগ্য। এভাবে লোহার আঁকশি দিয়ে মৃতদেহ টেনে-হেঁচড়ে আমাদের চিরাচরিত রীতিকে নির্মমভাবে ধ্বংস করা হচ্ছে৷ সমাজের কাছে এখনই ক্ষমা চাওয়া উচিত৷’’ এরপর তৃতীয় টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘‘কলকাতা পুরসভার চেয়ারপারসন তাঁর দায়বদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল নন৷ পুরো কমিশনারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করার অনুরোধ জানাচ্ছি৷’’